Jhargram Durga Puja 2024: জমিদার বা ধনী ব্যবসায়ীদের নাটমন্দিরের সীমানা ছাড়িয়ে দুর্গাপূজা অনেক দিন আগেই হয়ে উঠেছে বাঙালির সর্বজনীন উৎসব। একসময় বিখ্যাত সাবেকী পুজোগুলোর ডাকের সাজ আসতো বিলেত থেকে জাহাজে। প্রতিমা হত একচালার। এখন সময়ের সঙ্গে দুর্গাপূজাতেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। সাবেকী একচালার প্রতিমা ও নাটমন্দিরের স্থান দখল করেছে থিমের প্রতিমা ও মন্ডপ। দেশ বিদেশের বিখ্যাত শৈলি, মন্দির, প্রাকৃতিক দৃশ্য হোক বা সদ্য ঘটে যাওয়া কোনও ঘটনা, কিংবা কোনও সমাজ সচেতনতামূলক বার্তা, সব কিছুই ঠাঁই পায় পুজোর মণ্ডপে। ঝাড়গ্রাম টাউনের পূর্বাশা সর্বজনীনের এবারের থিম তাই রাজস্থানের হওয়ামহল।
এই বছর মণ্ডপকে রাজস্থানের হওয়ামহলের রূপ দিচ্ছে ঝাড়গ্রাম টাউনের পূর্বাশা সর্বজনীন। তাদের পুজোর প্রতিমা আসবে কলকাতার কুমোরটুলি থেকে। কিন্তু শুধুমাত্র পুজোই নয়, সামাজিক কার্যেও অংশ নেবে পূর্বাশা সর্বজনীন। মহালয়ার দিন সেবায়তনের পাঁচকড়ি স্বরবোধন স্কুলের মূক ও বধির ছেলেমেয়েদের বস্ত্র বিতরণ করা হবে পুজো কমিটির তরফে। তাদের জন্য খাওয়াদাওয়ার আয়োজনও থাকবে। সেই সঙ্গে স্থানীয় দুঃস্থ ছাত্রছাত্রীদের বই কেনার টাকা দেওয়া হবে।
আরও পড়ুনঃ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছেন, অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠেছেন এই ২ মহিলা, দেবীপক্ষের আগে পড়ুন
পুজোয় নবমীর দিন প্রায় ৩০০০ জনকে অন্নভোগ খাওয়ানো হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেবে স্থানীয় কচিকাঁচারা। একাদশীর দিন থাকছে অর্কেস্ট্রা। পূর্বাশা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এই বছর ৪২ তম বর্ষ। বাজেট সব মিলিয়ে ১৫ লক্ষ টাকা। পুজোয় তাঁদের অভিনবত্ব ঝাড়গ্রামের দর্শনার্থীদের আকর্ষণ করবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা।