Jhargram Congress: সংগঠনকে ঢেলে সাজাতে ছাত্র পরিষদকে শক্তিশালী করার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার

Published On:

স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): ঝাড়গ্রাম জেলায় (Jhargram Congress) সংগঠনকে ঢেলে সাজাতে ছাত্র সংগঠনকে শক্তিশালী করার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার ঝাড়গ্রাম (Jhargram) শহরের এক বেসরকারি সভাঘরে দলের জেলাস্তরের সাংগঠনিক সভা করেন শুভঙ্কর। ছিলেন এআইসিসি-র রাজ্যের পর্যবেক্ষক অম্বা প্রসাদ, জেলা কংগ্রেসের (Jhargram Congress) প্রবীণ নেতা কালীপদ মাইতি, সুব্রত ভট্টাচার্য, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ দে।

ঝাড়গ্রাম জেলায় কংগ্রেসের সাংগঠনিক অবস্থাটা শোচনীয়। ২০২০ সালের অক্টোবরে জেলা সভাপতির দায়িত্ব পান মানিকপাড়ার বাসিন্দা তাপস মাহাতো। কিন্তু দায়িত্ব পাওয়ার চার মাসের মধ্যে তিনি নিষ্ক্রিয় হয়ে যান। জেলা কার্যকরী সভাপতি প্রসেনজিৎ দে কার্যত জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। গত পাঁচ বছর ধরে কংগ্রেসের কোনও জেলা কমিটি নেই। পুরসভা ও পঞ্চায়েত ভোটের বেশিরভাগ আসনে কংগ্রেস প্রার্থী মেলেনি। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘‘তৃণমূলের লোকেরা রাস্তা দিয়ে গেলে মানুষজন চোর বলে তাদের কটূক্তি করে। তৃণমূলের সব স্তরের এমনকী নিচু তলার নেতারাও পুলিশের নিরাপত্তা নিয়ে ঘোরেন। আমাদের সেই ভয় নেই। আমরা শিরদাঁড়া উঁচু করে দলটা করতে পারব। এটাই আমাদের সবচেয়ে বড় সদর্থক দিক।’’ এদিন তরুণ প্রজন্মের দলীয় সমর্থক অম্বরীশ সিংহকে কলেজগুলিতে ছাত্র পরিষদের সংগঠন গড়তে নির্দেশ দেন শুভঙ্কর। অম্বরীশ ঝাড়গ্রাম পলিটেকনিকের ছাত্র।