রাজীব ঘোষ: লোকসভা ভোটে তুলনামূলক ভালো ফলাফল করার পরে ফের জেলা সফরে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Chief Minister Mamata Banerjee)। এবার এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ৮ ই আগস্ট তিনি জঙ্গলমহল সফরে যেতে পারেন। সে ক্ষেত্রে ২ দিনের কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত বছর বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে গিয়ে আদিবাসী এবং জনজাতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন।
ইতিমধ্যেই আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ এবং আদিবাসী কুড়মি সমাজ একত্রে মিশে গিয়েছে। তারা আগামী ২০ সেপ্টেম্বর অজিত মাহাতোর নেতৃত্বাধীন কুড়মি সমাজ জাতিসত্তার দাবিতে রেল এবং সড়ক অবরোধের ডাক দিয়েছে। কুড়মি সমাজের জাতিসত্তার দাবিতে এই আন্দোলনের দিকে নজর রাখছে নবান্ন। তবে লোকসভা ভোটের আগে যখন জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রী কেন্দ্রের সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সাথে রাজ্যের তরফে কুড়মিদের নিয়ে সমীক্ষার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হয়েছিল। কিন্তু এবার ২০২৪ এ তৃণমূল প্রার্থী কালীপদ সরেন জয়ী হন। আর তারপরেই নির্বাচনী সাফল্যের পর প্রথম জঙ্গলমহলের ঝাড়গ্রামে(Jhargram) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, ৮ আগস্ট তিনি ঝাড়গ্রামে যাবেন। রাত্রে থাকবেন ঝাড়গ্রাম(Jhargram) টুরিস্ট কমপ্লেক্সে। পরের দিন ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। বিভিন্ন আদিবাসী এবং জনজাতি সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
৮ ও ৯ আগস্টে ঝাড়গ্রাম(Jhargram) শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক সভা করবেন, তেমনি অপরদিকে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তার। ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্ব তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার তৃণমূল সাংসদ কালিপদ সরেন সংসদে জঙ্গলমহলে(Jangalmahal) নতুন ট্রেন চালানোর জন্য দাবী জানান। লোকসভায় সাফল্যের পর প্রথম জঙ্গলমহল সফরে গিয়ে ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে কোনো নতুন প্রকল্পের ঘোষণা মমতা করেন কিনা, সেই দিকেও নজর রয়েছে সকলের।