স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): ঝাড়গ্রাম (Jhargram) জেলায় ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) ধারায় প্রথম দু’টি মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করা হল। স্ত্রীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম মহিলা থানার (Jhargram Women PS) পুলিশ। অন্যদিকে, মাওবাদীদের নাম করে তোলা চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জামবনি (Jamboni) থানার পুলিশ।
ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ কলোনি এলাকার বাসিন্দা ধৃত বছর আঠাশের পার্থ মণ্ডল সোমবার দুপুরে তাঁর স্ত্রী কল্যাণী মণ্ডলকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পড়শিরা কল্যাণীকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সোমবার রাতে ঝাড়গ্রাম মহিলা থানায় অভিযোগ দায়ের করেন কল্যাণীর বাবা মনোরঞ্জন সাহা। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে শহরের পাঁচ মাথা মোড় এলাকা থেকে পার্থকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বধূ নির্যাতন, মারধর, গুরুতর জখম ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। পার্থকে ঝাড়গ্রাম সিজেএম (Jhargram CJM) আদালতে হাজির করা হলে একদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে, মাওবাদীদের নাম করে জামবনির (Jamboni) শুশনি গ্রামের একটি রিসোর্টের ম্যানেজারকে খুনের হুমকি দিয়ে এক লক্ষ টাকা চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জামবনি থানার পুলিশ। ধৃত কৃষ্ণপ্রসাদ মাহাতোর বাড়ি শুশনি (Sushni) গ্রামেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই হোম স্টে মালিক মধুসূদন কর্মকারকে ফোন করে তোলাবাজরা টাকা চেয়ে হুমকি দিয়েছিল। এরপর সোমবার রাতে কৃষ্ণপ্রসাদ সহ তিনজন মোটরবাইক নিয়ে রিসর্টে আসে। সেখানকার ম্যানেজারকে লাল কালিতে হাতে লেখা চিঠি ধরায় তারা। চিঠিতে মঙ্গলবারের মধ্যে এক লক্ষ টাকা না দিলে খুনের হুমকি দেওয়া হয়।
এরপরই মঙ্গলবার সকালে রিসর্টের ম্যানেজার অমল প্রতিহার জামবনি (Jamboni) থানায় অভিযোগ দায়ের করেন। এদিন শুশনি গ্রামের বাড়ি থেকেই কৃষ্ণপ্রসাদকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংগঠিত তোলাবাজি ও তোলাবাজির উদ্দেশ্যে খুনের হুমকির ধারায় মামলা রুজু করা হয়েছে। ঝাড়গ্রাম সিজেএম (Jhargram CJM) আদালতে তোলা হলে কৃষ্ণপ্রসাদকে ৬ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।