Jhargram Blood Donation camp: রক্তদানে উৎসাহিত করতে শিবিরে এসে রক্ত দিলেন বিডিও

Published On:

স্বপ্নীল মজুমদার~রক্তের সঙ্কট মেটাতে (Blood Donation camp) এগিয়ে এলেন বিডিও এবং বিশিষ্টজনেরা। সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী মিলনী সঙ্ঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

সেখানে সাঁকরাইলের বিডিও রোহন ঘোষ, পশ্চিমবঙ্গ আদিবাসী শিক্ষা ও কল্যাণ পরিষদের চেয়ারম্যান রবিন টুডু, রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু সহ ৫০ জন রক্তদান করেন।

আরও পড়ুনঃ সাঁওতাল সমাজের সর্বোচ্চ ‘দিশম পারগানা’ পদে রবিন টুডু

উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু, জেলা পরিষদের সহকারি সভাধিপতি অঞ্জলি দোলাই, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা।