Jhargram: বড় ধাক্কা বিজেপির! ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ তৃণমূলে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ঝাড়গ্রামে(Jhargram) বড় ধাক্কা বিজেপির! ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম যোগ দিলেন তৃণমূলে (TMC)। রবিবার পুরুলিয়া, বিষ্ণুপুর, খড়গপুরে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তারই মধ্যে ঝাড়গ্রামের বিদায়ী সাংসদের দলবদলে অস্বস্তিতে বিজেপি শিবির।

বিদায়ী বিজেপি সাংসদ তৃণমূলে

ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম যোগ দিলেন তৃণমূলে। রবিবারের জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন তিনি। এর আগে গত ৮ মার্চ দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা আসনে জয়ী হন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। বিজেপির ভোট বৃদ্ধি হয় ৩৪.৮ শতাংশ। কিন্তু ২০১৯ সালের সেই সাফল্য মুখ থুবড়ে পড়ে বিধানসভা নির্বাচনে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অধীনস্থ সাতটি বিধানসভাতেই বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল। ঝাড়গ্রাম বিধানসভা আসনে ৫৪ শতাংশ ভোট পেয়ে বিজেপি প্রার্থী সুখময় শতপথিকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা। এমনকি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে একটিও সিট পায়নি বিজেপি। রাজনৈতিক মহলের খবর, বিগত লোকসভা ভোটে জয়ের পর থেকেই ঝাড়গ্রামে আভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত বিজেপি। তারই ফলাফল বিধানসভা ভোটের বিপুল ব্যবধানে হার এবং পঞ্চায়েত নির্বাচনে হতশ্রী ফলাফল।

কুনার হেমব্রমকে টিকিট দেয়নি বিজেপি! প্রার্থী প্রণত টুডু

কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনে নিজেদের বিগত নির্বাচনের জয় ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, দলীয় মতভেদ দূরে সরাতে টিকিট দেওয়া হয়নি বিদায়ী সাংসদ কুনার হেমব্রমকে। পরিবর্তে ঝাড়গ্রাম আসনে বিজেপির প্রার্থী হয়েছেন চিকিৎসক প্রণত টুডু। রবিবার পুরুলিয়া, বিষ্ণুপুর ও খড়গপুরে লোকসভা ভোটের প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী। সোমবার তাঁর ঝাড়গ্রামে জনসভা করার কথা৷ তার আগেই বিদায়ী সাংসদের দলবদলে কিছুটা হলেও অস্বস্তিতে বিজেপি শিবির।