স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): ঝাড়গ্রামে (Jhargram) আক্রান্ত বিজেপি (BJP) প্রার্থী! শনিবার ভোট চলাকালীন ঝাড়গ্রাম (Jhargram) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর (Pranat Tudu) উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গড়বেতা বিধানসভার মংলাপোতা এলাকার ২০০ নম্বর বুথ এলাকায়। ঝাড়গ্রাম সরগরম ঘটনাকে কেন্দ্র করে।
প্রণত টুডুর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এদিন গড়বেতা বিধানসভার মংলাপোতা এলাকার ২০০ নম্বর বুথের বিজেপি সমর্থক ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ভোট চলাকালীন হিন্দু ভোটারদের বুথে আসতে দেওয়া হচ্ছে না শুনে দুপুর দেড়টা নাগাদ বিজেপি প্রার্থী প্রণত সেখানে হাজির হন। কিছু ভোটারকে বুথে নিয়ে যান তিনি। তাঁরা ভোটও দেন। অভিযোগ, প্রণত ফেরার সময় তৃণমূলের লোকজন তাঁর উপর হামলা চালায়। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয়। প্রণতের নিরাপত্তা রক্ষী সিআইএসএফ জওয়ান রাকেশ সিংহের মাথা ফেটে যায়। প্রণতের মাথাতেও ইটের ঘায়ে আঘাত লাগে। প্রণতের গাড়ি ও তাঁর নিরাপত্তা রক্ষীর গাড়ি ভাঙচুর করা হয়। সেখানে উপস্থিত একটি নিউজ চ্যানেলের গাড়ির কাঁচও ভাঙা হয়।
অভিযোগ অস্বীকার তৃণমূলের
ঘটনার ফেসবুক লাইভ করে প্রার্থী প্রণত টুডু অভিযোগ করেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এলাকা গুলিকে মিনি পাকিস্তান ও সন্দেশখালি বানিয়ে দিয়েছেন। ঝাড়গ্রামের ভূমিপুত্র চিকিৎসক মার খাচ্ছেন তৃণমূল আশ্রিত রোহিঙ্গাদের হাতে।” কমিশনেও অভিযোগ দায়ের করেছেন প্রণত। এরপর তিনি গড়বেতা হাসপাতালে চিকিৎসা করিয়ে গড়বেতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পরে তিনি গড়বেতা বিধানসভার বিভিন্ন বুথ পরিদর্শন করেন। প্রণতের উপর হামলার অভিযোগ নিয়ে তৃণমূলের বক্তব্য, হার নিশ্চিত বুঝে বিজেপি প্রার্থী ইচ্ছাকৃত ভাবে বুথে গিয়ে প্ররোচনা ছড়াচ্ছিলেন। সেই কারণেই স্থানীয়দের বিক্ষোভ হয়। এতে দলের কেউ যুক্ত নেই।
এই ঘটনাটি বাদ দিলে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এদিন মোটামুটি নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেলপাহাড়ি থেকে নয়াগ্রাম, লালগড় থেকে বান্দোয়ান সর্বত্রই বিপুল উৎসাহের সঙ্গে মানুষজন ভোট দিয়েছেন। তরুণ ভোটারদের মধ্যে ভোটদানের উৎসাহও দেখা গিয়েছে। বিকেলে সার্বিক ভোটদানের হার ছিল ৭৯.৬৮ শতাংশ।