স্বপ্নীল মজুমদার: এক অঙ্গনওয়াড়ি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গোপীবল্লভপুরে (Gopiballavpur)। মারধরে গুরুতর জখম হয়েছেন মধুমিতা সুঁই দাস নামে ওই কর্মী। তিনি গোপীবল্লভপুর-১ ব্লকের (Gopiballavpur 1 block) গোপীনাথপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী(Anganwadi worker)।
শুক্রবার সকাল সাড়ে ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ওই কেন্দ্রেই। সহায়িকা অনুপস্থিত থাকায় নিজেই শিশুদের জন্য রান্না করছিলেন মধুমিতা। এক শিশুর অভিভাবক নিরঞ্জন সাউ এসে সিদ্ধ ডিমের পরিবর্তে কাঁচা ডিম দাবি করেন। সরকারি নিয়মে কাঁচা ডিম দেওয় যায় না, সে কথা বলতেই ক্ষেপে ওঠেন নিরঞ্জন। অভিযোগ, এরপর তিনি জ্বালানি মোটা মোটা ডাল দিয়ে মধুমিতার মাথায় আঘাত করেন। মাথা ফেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। মধুমিতার তলপেটেও জ্বালানি ডাল দিয়ে আঘাত করা হয়। মধুমিতা অজ্ঞান হয়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Gopiballavpur Super Speciality Hospital) ভর্তি করান।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১০/১১/২০২৪
আঘাত গুরুতর থাকায় মধুমিতাকে ঝাড়গ্রাম(Jhargram) মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পরিবারের লোকজন মধুমিতাকে নিকটবর্তী ওড়িশার(Odisha) হাসপাতালে নিয়ে গিয়েছেন। শনিবার গোপীবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মধুমিতার স্বামী প্রদীপ দাস। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় সোমবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ় সরফরাজ বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।’’