Jangalmahal: কতদূর পড়েছেন আপনার সাংসদ! জানুন এক নজরে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

দেশে ১৮ তম লোকসভা নির্বাচনের মধ্যদিয়ে ৫৪৩ জন সাংসদ নির্বাচিত হয়েছে। বাংলার জঙ্গলমহল (Jangalmahal) থেকে ৬ জন সাংসদ নির্বাচিত হয়েছে। তারমধ্যে বিজেপির ২ জন এবং তৃণমূলের ৪ জন। জঙ্গলমহলের (Jangalmahal) উন্নয়নের জন্যে যে সব সাংসদরা সোচ্চার হবেন। তাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে দেখে নিন একনজরে।

৩৪ নম্বর মেদিনীপুর লোকসভা থেকে জয়ী হয়েছেন তৃণমূলের সেলিব্রেটি প্রার্থী জুন মালিয়া। ভোট পেয়েছেন ৭ লক্ষ ২ হাজার ১৯২ টি। ব্যবধান ২৭১৯১। সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন সিবিএসসি(ওপেন স্কুল) থেকে পাস করেন ১৯৯৮ সালে।

৩৫ নম্বর পুরুলিয়া লোকসভা থেকে জয়ী হয়েছেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। ভোট পেয়েছেন ৫ লক্ষ ৭৪ হাজার ৪৮৯ টি। ব্যবধান ১৭০৭৯। ২০১২ তে সম্বলপুরের রাউরকেল্লা থেকে এলএলবি করেন।

৩৬ নম্বর বাঁকুড়া লোকসভা থেকে জয়ী হয়েছেন তৃণমূলের বর্ষিয়ান নেতা অরূপ চক্রবর্তী(৬৮)। ভোট পেয়েছেন ৬ লক্ষ ৪১ হাজার ৮১৩। ব্যবধান ৩২৭৭৮। রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ এবং এলএলবি করেছেন।

৩৭ নম্বর বিষ্ণুপুর লোকসভা থেকে জয়ী হয়েছেন বিজেপির সৌমিত্র খাঁ। ভোট পেয়েছেন ৬ লক্ষ ৮০ হাজার ১৩০ টি। ব্যবধান ৫৫৬৭। সৌমিত্র খাঁ ১৯৯৯ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

৩২ নম্বর ঘাটাল লোকসভা থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূলের সেলিব্রেটি প্রার্থী দীপক অধিকারী। ২০১৪ থেকে পর পর ৩ বার জয়ী হলেন দীপক অধিকারী(দেব)। ভোট পেয়েছেন ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০ টি। ব্যবধান ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮। ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন দীপক অধিকারী।

৩৩ নম্বর ঝাড়গ্রাম লোকসভা আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী কালিপদ সরেন। ভোট পেয়েছেন ৭ লক্ষ ৪৩ হাজার ৪৭৮ টি। ব্যবধান ১ লক্ষ ৭৪ হাজার ৪৮। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন ১৯৮৪ সালে।

[বিঃদ্রঃ : নির্বাচন কমিশনে দেওয়া তথ্য থেকে নেওয়া]