Jhargram: নাবালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার দায়ে যুবকের ২০ বছর জেল

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস এবং অন্তঃসত্ত্বা করার দায়ে এক যুবককে কুড়ি বছর সশ্রম কারাদন্ড দিল ঝাড়গ্রাম(Jhargram) পকসো আদালত।

বৃহস্পতিবার পকসো আদালতের দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত অমরেশ মাহাতোকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাস কারাবাসের আদেশ দিয়েছেন বিচারক।

অমরেশের বাড়ি ঝাড়গ্রাম(Jhargram) জেলার জামবনি(Jamboni) থানা এলাকায়। সরকারি আইনজীবী শুভাশিস দ্বিবেদী জানান, ২০২১ সালে নবম শ্রেণির স্কুল পড়ুয়া ওই নাবালিকার সঙ্গে অমরেশের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের জালে মেয়েটিকে ফাঁসিয়ে একাধিকবার সহবাসে লিপ্ত হয় অমরেশ। তার জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে এবং গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে। বাধ্য হয়ে ২০২২ সালের ২২ ডিসেম্বর অমরেশের বিরুদ্ধে জামবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকা।

আরও পড়ুনঃ গুগল সিইও সুন্দর পিচাইকে সম্মান প্রদান গর্বের বিষয়, সান ফ্রান্সিসকোতে ঘোষণা আইআইটির

অমরেশ গা ঢাকা দেয়। ওই বছরের ২৪ ডিসেম্বর রাতে জামশেদপুর থেকে অমরেশকে ধরা হয়। গত বছর ৫ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। গত বছর ১০ এপ্রিল মামলার চার্জগঠন করে আদালত। গত বছর ১০ মে থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। চিকিৎসক, পুলিশ সহ মোট ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পকসো আইনের ৬ ধারায় বুধবার পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় অমরেশ মাহাতোকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার বিচারক সাজা ঘোষণা করেন।