Jhargram: ঝাড়গ্রামে হুলা পার্টির আঘাতে জখম হাতির মৃত্যু

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার: স্বাধীনতা দিবসের দিনটি হাতি(Elephent) নিয়ে কার্যত উত্তাল হল ঝাড়গ্রাম(Jhargram) শহর। হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। আবার হাতি তাড়ানোর সময় হুলা পার্টির জ্বলন্ত শলাকা বিদ্ধ হয়ে মৃত্যু হল একটি স্ত্রী হাতির। মৃত ব্যক্তির নাম অনুপ মল্লিক (৫৪)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম(Jhargram) শহরের বিদ্যাসাগরপল্লী এলাকায়।

ঘুম পাড়ানি গুলি করে ধরা হলো একটি হাতি। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ধরমপুর গ্রামীণ এলাকা হয়ে হাতির দলটি ঢুকে পড়ে ঝাড়গ্রাম(Jhargram) শহরের বিদ্যাসাগরপল্লী এলাকায়। সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় হাতির দলের সামনে পড়ে যায় অনুপ। ৫ টি হাতির মধ্যে শাবক সহ ৪টি হাতি ঝাড়গ্রাম রাজ কলেজের (Jhargram Raj Collage) উল্টো দিকের পাঁচিল ঘেরা জঙ্গলে মধ্যে ঢুকে থাকে এবং একটি হাতি দলছুট হয়ে ঘুরে বেড়াতে থাকে।

দলছুট হাতিটিকে ঘুম পাড়ানি গুলি করে ধরা থেকে জঙ্গলে ছাড়া পর্যন্ত কয়েকশো মানুষ দেখার জন্য ভিড় করেন। কিন্তু রাজ কলেজে যে চারটি হাতি ঢুকে পড়ে। তাদের তাণ্ডবে কলেজের একাধিক জায়গার পাঁচিল ভাঙে। ক্ষতিগ্রস্ত হয় কলেজ চত্বর। ইতিমধ্যে একটি হাতিকে তাড়ানোর সময় হুলা পার্টির লোকজন জ্বলন্ত শলাকা দিয়ে আঘাত করায় হাতিটি গুরুতর জখম হয়।

আরও পড়ুনঃ জাতীয় পুরস্কারে ব্রহ্মাস্ত্রের আধিপত্য, দক্ষিণের ভিড়ে প্রায় ভ্যানিশ হিন্দি

তাই নিয়ে ক্ষুব্ধ জনতা বন দফতরের অফিসারদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। ওই হাতিটিকেও ঘুম পাড়ানি গুলি ছুড়ে বৃহস্পতিবার রাতে উদ্ধার করে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় (Jangalmahal Zoologycal Park) নিয়ে যাওয়া হয়। কিন্তু শুক্রবার দুপুরে হাতিটির মৃত্যু হয়।