ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই অধ্যাপকের জামাইষষ্ঠী পালন ঘিরে বিতর্ক

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার~ বুধবার ঝাড়গ্রাম সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে ঘটা করে এক অধ্যাপকের জামাইষষ্ঠী পালন করল বাংলা বিভাগের ছাত্রীরা। তাই নিয়ে বিতর্ক দানা বেঁঝেছএ। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক্ষের জামাইষষ্ঠী পালনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার আয়োজনকারী ১৩ জন ছাত্রীকে ডেকে পাঠিয়ে ভর্ৎসনা করেন উপাচার্য কল্লোল পাল। রেজিস্ট্রার দেবনারায়ণ রায়ের কাছে ভুল স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চায় ছাত্রীরা। জানা গিয়েছে, বুধবার রাজ্য সরকার জামাইষষ্ঠী উপলক্ষে সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল।

আরও পড়ুনঃ গরমে হাঁসফাঁস ঝাড়গ্রাম, ছুটি দিল স্কুল

তারপরও বিকাল সাড়ে চারটা পর্যন্ত বাংলা বিভাগের অধ্যাপক ফাল্গুনী সিনহা মহাপাত্রের জামাইষষ্ঠী পালন করা হয়। ফাল্গুনীবাবু বুধবার ক্লাসের জন্য শ্বশুরবাড়ি যেতে পারেননি। তাই ছাত্রীরা বাংলা বিভাগেই তাঁর জামাইষষ্ঠী পালনের পর ছবিও তোলে। সেই ছবি ভাইরাল হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের ছাত্র অনুনয় ভট্টাচার্য উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন।

অনুনয়ের কটাক্ষ, ‘‘এরপর কি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আইবুড়ো ভাত, সাধ-ভক্ষণ, মুখে ভাতের মত অনুষ্ঠানও পালন করা হবে? ওই অধ্যাপক ও ছাত্রীদের সঙ্গে কি জামাই শ্বশুরবাড়ির সম্পর্ক!’’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন ফাল্গুনীবাবুর কাছেও এমন অনুষ্ঠানের ব্যাখ্যা চান। সূত্রের খবর তিনিও দুখপ্রকাশ করেন। উপাচার্য জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।