Jhargram: ১৯৫০ সালে স্বাধীন ভারতে জনজাতি তালিকা থেকে বাদ পড়ার প্রতিবাদে কালাদিবস পালন কুড়মিদের

Published On:

স্বপ্নীল মজুমদার : ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর স্বাধীন ভারতে জনজাতি তালিকা থেকে কুড়মিদের(Kurmi) বাদ দেওয়া হয়েছিল। সেই বিশেষ দিনে শুক্রবার রাজ্যজুড়ে কালা দিবস পালন করল বিভিন্ন কুড়মি সামাজিক সংগঠন। এদিন আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে ঝাড়গ্রাম(Jhargram) শহরে কালো পতাকা নিয়ে ও বুকে কালো ব্যাজ পরে বাইক রালি ও পদযাত্রা করেন কুড়মি সমাজের লোকজন।

আরও পড়ুনঃ‘শিক্ষারত্ন’ ফিরিয়ে দিলেন, আরজি করের ঘটনার প্রতিবাদ শিক্ষকের

নেতৃত্বে ছিলেন কুড়মি সমাজের ‘মহামোড়ল’ অনুপ মাহাতো। অনুপ বলেন, ‘‘৭৪ বছর ধরে কুড়মিদের ন্যায্য জাতিসত্তার দাবি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। ১৯৫০ সালে নেহেরু সরকার নোটিফিকেশন জারি করে জানিয়েছিল যাঁরা ১৯৩১ সালের জনগণনা অনুযায়ী যে সম্প্রদায়গুলি আদিম জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত ছিল তাদের জনজাতি তালিকাভুক্ত করা হবে।

কিন্তু পরে কুড়মিদের জনজাতি তালিকাভুক্ত করা হয়নি। এরই প্রতিবাদে আমরা কালা দিবস পালন করেছি।’’