IIT Kharagpur: গুগল সিইও সুন্দর পিচাইকে সম্মান প্রদান গর্বের বিষয়, সান ফ্রান্সিসকোতে ঘোষণা আইআইটির

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের সিইও সুন্দর পিচাইকে সম্মাননা প্রদান করল আইআইটি খড়গপুর (IIT Kharagpur) খড়গপুর আইআইটির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, সুন্দর পিচাইকে সম্মান জানানো প্রতিষ্ঠানের কাছে গর্বের মুহূর্ত। সুন্দর পিচাই (Sundar Pichai) আইআইটির প্রাক্তনী ছিলেন। দেশজোড়া সুনাম এবং খ্যাতি রয়েছে আইআইটি খড়্গপুরের(IIT Kharagpur)। বহু কৃতি মানুষকে সমাজের জন্য উপহার দিয়েছে এই IIT Kharagpur। এবার গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai) এবং তার পরিবারকে সম্মাননা প্রদানের মাধ্যমে IIT Kharagpur দৃষ্টান্ত স্থাপন করেছে।

এর আগে দেশের সরকারের তরফে পুরস্কৃত হয়েছেন পিচাই। লক্ষ লক্ষ ভারতীয়দের কাছে পিচাই অনুপ্রেরণার উৎস। বিশেষ করে যে তরুণ প্রজন্ম আগামী দিনে শিক্ষা থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির হাত ধরে নিজের কেরিয়ার গড়তে চাইছে, তাদের কাছে সুন্দর পিচাই নামটি অনুপ্রেরণাদায়ক। যে সমস্ত পড়ুয়ারা জীবনে বৃহৎ স্বপ্ন দেখতে চান, তারা সুন্দর পিচাইকে তার কার্যকলাপকে রীতিমতো গবেষণা করে এগিয়ে যেতে পারেন। Alphabet Inc. এবং Google এর সিইও সুন্দর পিচাই বিশ্বজুড়ে প্রযুক্তিগত বিপ্লবের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। নিত্যনতুন উদ্ভাবনি শক্তির মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিন পৃথিবীর মানুষের কাছে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। IGoogle, Google Toolbar-এর মতো জনপ্রিয় পণ্য লঞ্চ করা হয়েছে।

হাইটেক কনজ্যুমার, নিত্যনতুন গ‍্যাজেট, Google Pack, গিয়ারস এবং বিশ্বজোড়া মানুষের কাছে এই পণ্যের বিকাশ যা ভারতীয়দের কাছে যথেষ্ট গর্বের বিষয়। কারণ সারা পৃথিবীর মানুষের জীবনকে প্রযুক্তির হাত ধরে এক অন্য সোপানে নিয়ে গিয়েছে গুগল। বিশ্ব অর্থনীতির রূপকে পুরো বদলে দিয়েছে। Digital Transformation, সাশ্রয়ী মূল্যের প্রযুক্তি, তার উল্লেখযোগ্য অবদানের স্বরূপ সুন্দর পিচাইকে IIT Kharagpur তরফে সম্মাননা প্রদান করা হয়েছে। আইআইটির ৬৯ তম সমাবর্তনে Dr.of Science(Hounouris Cousa) ডিগ্রী প্রদান করেছে আই আই টি। এর আগে ২০২৩ সালে অ্যাওয়ার্ড পাওয়ার পর সুন্দর পিচাই মন্তব্য করেছিলেন, আমার কাছে একটি বড় সম্মান যা দিয়েছে IIT Kharagpur। আমি ধন্য, আমার পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে অধ্যাপক তিওয়ারির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেছি। তিনি আরো বলেছেন, সেই যুবক ছেলেটির কথা মনে পড়ে যায়, যে পৃথিবীতে থাকার স্বপ্ন দেখেছিল। নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি সৃষ্টি করে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার। আমি আমার উদ্ভাবন দিয়ে এগুলো তৈরি করেছি। আইআইটি খড়গপুর আমার হৃদয়ের একটি বিশেষ স্থান করে রেখেছে। কারণ এখানেই আমার প্রিয়তমা স্ত্রী অঞ্জলি পিচাই এর সঙ্গে প্রথম দেখা করেছি এবং জীবনের নানা সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে।

আরও পড়ুনঃ মোবাইল ফোন নিয়ে দারুণ খবর, সামনে এল বাজেটে

এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সান ফ্রান্সিসকোতে হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সুন্দর পিচাই এবং তার স্ত্রী মিসেস অঞ্জলি পিচাই। তাকেও Alumnous Award এ পুরস্কৃত করা হয়েছে। উপস্থিত ছিলেন সুন্দর পিচাইয়ের কন্যা কাব্য পিচাই।

আইআইটি খড়গপুরের ডিরেক্টর প্রফেসর ডিকে তিওয়ারি, বিনোদ গুপ্ত, প্রফেসর বিল্টু ব্যানার্জি, ইনস্টিটিউটের ডিন Alamnai Affairs সহ আইআইটির আরো অন্যান্য অধ্যাপকরা উপস্থিত ছিলেন। সান ফ্রান্সিসকোর এই অনুষ্ঠান আই আই টি খড়্গপুরের জন্য গর্বের মুহূর্ত বলে জানানো হয়েছে।