IIT Kharagpur ISRO: ইসরোয় আইআইটি খড়গপুর যোগ, প্রধান হচ্ছেন প্রাক্তন ছাত্র

Published On:

IIT Kharagpur ISRO: দেশের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোয় এবার আইআইটি খড়গপুর যোগ! ইসরোর (ISRO) চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) প্রাক্তন ছাত্র ভি নারায়ণন। আগামী ১৪ জানুয়ারি সংস্থার চেয়ারম্যানের পদ থেকে অবসর নিতে চলেছেন শ্রীধর পানিক্কর সোমনাথ (S Somanath)। তাঁরই স্থলাভিষিক্ত হবেন ডঃ ভি নারায়ণন (V Narayanan)।

ইসরোর একাধিক সাফল্যের সেনাপতি শ্রীধর পানিক্কর সোমনাথ সংস্থার চেয়ারম্যানের পদ থেকে অবসর নেবেন। কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে সেই পদে আনা হচ্ছে ডঃ ভি নারায়ণনকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি জানিয়েছে, আগামী দু’বছরের জন্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন তিনি। একই সঙ্গে মহাকাশ বিভাগের সচিবের পদেও থাকবেন তিনি। ডঃ নারায়ণন লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের প্রধান পদে ছিলেন। মহাকাশযান উৎক্ষেপনের জন্য দেশীয় প্রযুক্তিতে ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

ডঃ নারায়ণন প্রকৃতপক্ষে তামিলনাড়ুর বাসিন্দা। খড়গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। স্নাতকোত্তরে প্রথম স্থান অধিকার করে রৌপ্যপদক পেয়েছিলেন তিনি। এরপর আইআইটি খড়গপুর থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন ডঃ নারায়ণন। তারপর ১৯৮৪ সালে রকেট এবং মহাকাশ প্রপালশন বিশেষজ্ঞ হিসেবে ইসরোয় যোগ দেন৷ ২০১৮ সাল থেকে সংস্থার লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদ সামলাচ্ছেন তিনি।