IIT Kharagpur: মাটির চরিত্র জানা যাবে এক নিমেষে, নতুন যন্ত্র বানালো আইআইটি খড়গপুর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
রাসায়নিক বিশ্লেষণ অতীত! এবার অতি সহজেই জানা যাবে মাটির চরিত্র! সৌজন্যে আইআইটি খড়গপুর (IIT Kharagpur)! হায়দ্রাবাদের আন্তর্জাতিক শস্য গবেষণা সংস্থার সঙ্গে যৌথ ভাবে আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগের গবেষকেরা তৈরি করেছেন একটি নতুন যন্ত্র। যার পোশাকি নাম Diffused Reflectance Spectroscopy (DRS)। এর সাহায্যে কম খরচে ও দ্রুত মাটি পরীক্ষা করা সম্ভব হবে।

কৃষিকাজের সুবিধার জন্য মাটির চরিত্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মাটির চরিত্র জানতে রাসায়নিক বিশ্লেষণের সাহায্য নেওয়া হয়। যা যথেষ্ট ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। মাটি পরীক্ষাকেন্দ্রগুলির সংখ্যাও যথেষ্ট সীমিত। আইআইটি খড়গপুরের কৃষি ও খাদ্য ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকেরা এই মাটির বিশ্লেষণ সহজ করে তুলতে দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছেন৷ অবশেষে এসেছে সাফল্য। হায়দ্রাবাদের আন্তর্জাতিক শস্য গবেষণা সংস্থার সঙ্গে যৌথ ভাবে Diffused Reflectance Spectroscopy তৈরি করেছেন তাঁরা। সেখানে মাটির চরিত্র জানতে ব্যবহার করা হবে বর্ণালির প্রতিফলনকে। ফলে মাটির নমুনাকে স্পর্শ করারও প্রয়োজন পড়বে না।

বিভিন্ন জায়গার জলবায়ু ও ভৌগলিক অবস্থানের প্রেক্ষিতে মাটির চরিত্রও বদলে বদলে যায়৷ এছাড়াও বন্যা, খরা , অতিবৃষ্টি, অনিয়মিত বৃষ্টির কারণেও মাটির চরিত্রে পরিবর্তন আসে। সেই সঙ্গে বিশ্ব উষ্ণায়ন সহ একাধিক কারণে আবহাওয়ারও পরিবর্তন হয়েছে অনেক ক্ষেত্রে। ফলে সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য না থাকলে অনেক ক্ষেত্রেই কৃষিকাজে আশানুরূপ ফলন মেলে না৷ DRS সিস্টেমের অ্যালগোরিদমকে এমন ভাবে বানানো হয়েছে যে, সেটি এই সমস্ত বিষয়কে বিশ্লেষণ করে মাটির প্রকৃতি নিরূপণ করবে৷ এখনও পর্যন্ত ৮০% ক্ষেত্রে মাটির চরিত্র নির্ধারণে এই যন্ত্র নির্ভুল ভাবে কাজ করেছে। গবেষকদের দাবি, DRS ব্যবহারে আমাদের কৃষিপ্রধান দেশের কৃষকেরা সহজেই উপকৃত হবেন। মাটির চরিত্র নিরূপণ সহজ হলে কোন সময়ে কোন ধরণের ফসল বপন করলে অধিক ফলন মিলবে তা নির্ধারণ করতে পারবেন তাঁরা।