IIT Kharagpur: দেশের সেরা আইআইটি খড়গপুর, সম্মানিত অধ্যাপকও

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মান পেল আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সমীক্ষার পর দিল্লির একটি হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘সিএসআর টপ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া- ২০২৪’ (CSR Top Institute of India-2024) সম্মান প্রদান করা আইআইটি খড়গপুরকে (IIT Kharagpur)।

বেসরকারি সংস্থা কম্পিটিশন সাক্সেস রিভিউ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার মান, গবেষণা, আবিষ্কার প্রভৃতির উপর ভিত্তি করে আইআইটি খড়গপুরকে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান রূপে নির্বাচন করে। এই নিয়ে পরপর চার বছর এই সম্মান পেল আইআইটি খড়গপুর। সংস্থাটির তরফে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে আইআইটি কর্তৃপক্ষের তরফে উপস্থিত ইন্টারন্যাশনাল রিলেশন্স এবং অ্যালুমনি অ্যাফেয়ার্স এর সহকারী ডিন অধ্যাপক দেবাশীষ চক্রবর্তীর হাতে এই সম্মাননা প্রদান করা হয়।

অন্যদিকে কিছুদিন আগেই কাউন্সিল অফ দ্য ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস, বেঙ্গালুরু (Council of The Indian Academy of Sciences, Bengaluru)-র ‘ফেলোশিপ অফ দ্য একাডেমি-২০২৪’ (Fellowship of the Academy- 2024) পুরস্কারে সম্মানিত হয়েছেন আইআইটি খড়গপুরের রসায়ন বিভাগের অধ্যাপক রাজ সি. রেতনা। অধ্যাপক রেতনার আবিষ্কারে পরিবেশের ফটো ইলেকট্রোকেমিক্যাল এনার্জি, কনভারসেশন এবং ইলেক্ট্রোলাইটিক স্টোরেজের নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশিত হয়েছে।