ICDS: দাবি মানতেই হবে, ডেপুটেশন দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি ICDS কর্মীদের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ICDS workers deputation to CDPO on demands: দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ দৈনন্দিন বিভিন্ন সমস্যা নিয়ে একজোট হয়েছিলেন বাঁকুড়ার(Bankura) খাতরা মহকুমার রানীবাঁধের আইসিডিএস(ICDS) কর্মীরা। সেই সমস্যা সমাধানে নির্দিষ্ট কিছু দাবি-দাওয়া নিয়ে বুধবার ঊষা মাহাতোর নেতৃত্বে রানীবাঁধ ব্লকের CDPO অভিজিৎ মন্ডলের নিকট ডেপুটেশন জমা দেন তারা। বেশ কিছু দাবিকে সামনে রেখে এদিন চিঠি জমা পড়ে CDPO অফিসে।

একাধিক দাবি জানিয়ে সিডিপিও কে ডেপুটেশন দিলেন আইসিডিএস কর্মীরা
বহুবার রাজ্যের আইসিডিএস কর্মীরা নিজেদের অধিকার বুঝে নিতে পথ নেমেছেন। একাধিক দাবি দাওয়া নিয়ে এক সরকারি অফিস থেকে অন্য অফিসে ঘুরতেও দেখা গিয়েছে তাদের। বুধবার সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটলো বাঁকুড়ার রাণীবাঁধে। সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিন ধরেই নির্দিষ্ট কিছু সমস্যা নিয়ে দিন কাটাচ্ছিলেন বাঁকুড়ার আইসিডিএস কর্মী ও সহায়করা।

এদিন সেই সমস্যার সমাধানে এগিয়ে আসেন রানীবাঁধের ব্লক নেত্রী ঊষা মাহাতো। তার নেতৃত্বেই আইসিডিএস কর্মী সমর্থকরা একাধিক দাবি জানিয়ে সুসংহত শিশু প্রকল্প আধিকারিক তথা সিডিপিও- র কাছে ডেপুটেশন জমা করেন। সেখানেই বেশকিছু প্রয়োজনীয় সমস্যার কথা তুলে ধরেছেন তারা। যা যত দ্রুত সম্ভব সমাধানের আরজিও জানানো হয়েছে রানীবাঁধের CDPO আধিকারিক অভিজিৎ মন্ডলের কাছে।

একাধিক দাবিতে অনড় আইসিডিএস কর্মীরা
সরকারি আধিকারিকের উদ্দেশ্যে জমা করা ডেপুটেশনে আইসিডিএস কর্মীদের বেশ কিছু দাবি রয়েছে। সেগুলির মধ্যে প্রথম দাবিই হলো, বাজার দর অনুযায়ী, ডিম এবং সবজির দাম বাড়ানো। দ্বিতীয়ত, বিভিন্ন আইসিডিএস কেন্দ্রগুলিতে রান্নার গ্যাস সরবরাহ করা। অন্যথায় যত দ্রুত সম্ভব কাঠের মূল্য বাড়াতে হবে। একইসঙ্গে, চাল-ডাল ওজন করে কেন্দ্র গলিতে পাঠাতে হবে পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ওজন মেশিন রাখতে হবে।

এছাড়াও নিজেদের একাধিক দাবি দাওয়া নিয়ে এদিন হাজির হন আইসিডিএসের মহিলারা। যেগুলির মধ্যে রয়েছে, প্রতিমাসের প্রথম সপ্তাহে অনারিয়াম দিতে হবে, শূন্যপদ গুলিতে যত দ্রুত সম্ভব সহায়িকা নিয়োগ করতে হবে। প্রতিবছর আইসিডিএস কর্মীদের প্রোমোশন দিতে হবে অথবা 1500 টাকা করে দিতে হবে। এখানেই শেষ নয়, আইসিডিএস কর্মীদের চোর অপবাদ দেওয়া বন্ধ করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমকাজে সমবেতনের ব্যবস্থা করতে হবে। উপরিউক্ত দাবিগুলি ছাড়াও এদিন ডেপুটেশনে কর্মীদের পেনশন চালু করার আরজিও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আজ জঙ্গলমহলের জেলা গুলোতে এই রকমের আবহাওয়া থাকতে পারে

প্রসঙ্গত, বিভিন্ন প্রয়োজনীয় বিষয় গুলিকে মাথায় রেখে এদিন CDP আধিকারিকের উদ্দেশ্যে পাঠানো ডেপুটেশনে উল্লেখিত প্রতিটি দাবি প্রসঙ্গে, বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের CDPO অভিজিৎ মন্ডল জানিয়েছেন, মহিলাদের প্রতিটি দাবি তার মাথায় থাকবে। তবে যেগুলি তার এক্তিয়ারের মধ্যে পড়বে সবগুলিরই সমাধান করার চেষ্টা করা হবে।