আর কতক্ষণ ঝোড়ো হাওয়ার তান্ডব, চলবে বৃষ্টি?

Published On:

গতকাল থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। চলছে ঝোড়ো হাওয়া। কিন্তু আর কতক্ষণ চলবে এই ঝোড়ো হাওয়ার তান্ডব, আর কতক্ষণ বা চলবে এ বৃষ্টিপাত?

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী ২৪ ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকবে। কোলকাতার সামনেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার জেরে আগামী ২৪ ঘন্টা এই একই ধরনের আবহাওয়া বজায় থাকবে।

৪০ থেকে ৫০ কিঃমিঃ বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার রাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা রবিবারও জারি থাকবে বলে খবর।

আরও পড়ুনঃ কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের আবহাওয়া?এখানে দেখে নিন

ঝাড়গ্রাম,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি পেয়েছে চাষীরা। ধানের জমি শুকিয়ে যাওয়ায় চিন্তায় ছিলেন চাষিরা, কিন্তু এই বৃষ্টির কারনে আমন ধানের জমিতে প্রয়োজনীয় জল পাওয়া গেছে, ফলে স্বাভাবিক ভাবেই খুশী চাষিরা।