Hiran Chatterjee: আসন্ন মেদিনীপুরের (Midnapore) উপ-নির্বাচন (By Election 2024)। তার আগে উল্টোসুর খড়গপুরের (Kharagur) বিজেপি (BJP) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) গলায়। নির্বাচনের সময় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।সেই সঙ্গে বাংলার ভোটে হিংসা, ভোট লুঠ হলেও কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ এনেছেন তিনি।
আগামী ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন। তার আগে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে লালদীঘিতে প্রচারে এসেছিল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের সামনে কেন্দ্রের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার যদি সুব্যবস্থা নেয় তাহলে আমরা ছ’টা আসনের মধ্যে সবক’টাতেই জিতব। কিন্তু, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না। তাই ভোট লুঠ হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশকে দোষ দিয়ে লাভ আছে!”
হিরণ আরও বলেন, “পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস। আমার ইলেকশনের সময় সেন্ট্রাল সিকিউরিটি দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে। আমাদের ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী?” নিজের বক্তব্যে কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুললেও, রাজ্য পুলিশকে কার্যত ক্লিনচিট দিয়েছেন তিনি। এই নির্বাচনে মেদিনীপুর বিধানসভা আসন জিততে মরিয়া বিজেপি। কয়েকদিন আগেই মেদিনীপুরে প্রচারে এসে রাজ্য পুলিশ ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁর দলের বিধায়কের এই উল্টোসুর কিঞ্চিৎ অস্বস্তিতে ফেলতে পারে পদ্ম-শিবিরকে।