Durgapur: প্রবল বর্ষণে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি, জখম ২

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। প্রবল বর্ষণে বহু এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা লাগাতার বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে। দুর্গাপুর (Durgapur) সংলগ্ন এলাকার জনজীবন বিপর্যস্ত। স্তব্ধ হয়ে গিয়েছে দুর্গাপুরের (Durgapur) স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম।

আরও পড়ুনঃ ধামাকাদার অফার, জলের দরে BSNL প্ল‍্যান নিন, ৪ মাস মন খুলে যা খুশি করুন

দুর্গাপুরেও (Durgapur) লাগাতার বর্ষণ চলছে। দুর্গাপুর শহর এলাকার বহু ওয়ার্ড এর মধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। বাড়ি থেকে বাইরে বের হতে পারছেন না অনেকেই। স্বাভাবিক জনজীবন প্রায় বিপর্যস্ত। আর এর মধ্যেই ঘটে গিয়েছে মারাত্মক ঘটনা।

দুর্গাপুর শহরাঞ্চলের ৩৮ নম্বর ওয়ার্ডের রাতুরিয়া এলাকায় দুই ব্যক্তির উপর একটি বাড়ি ভেঙে পড়ায় জখম হয়েছেন। শুক্রবার সকালে ওই দুই ব্যক্তি যখন কলে জল আনতে যাচ্ছিলেন, তখন কলের পাশেই একটি পরিত্যাক্ত বাড়ি হুড়মুড়িয়ে ওই দুইজনের উপরে ভেঙে পড়ে।

আরও পড়ুনঃ দীঘা যাওয়ার আরো একটি স্পেশাল ট্রেন চালু,সস্তায় ঘুরে আসুন

লাগাতার প্রবল বর্ষণের ফলেই ওই পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে। অঞ্জন ঘোষ এবং বিশু বাউরী নামে ওই দুই ব্যক্তির উপরে এই পরিত্যক্ত বাড়ির দেওয়াল চাপা পড়ায় দুজনে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। তাদের চিকিৎসা চলছে।