রাজীব ঘোষ: আগামী প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলা সামাজিক কর্তব্য। আর সেই দিকে নজর দিয়েই পশ্চিম মেদিনীপুরের জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের তরফে এক মহত্ত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের ক্ষেত্রে সাধারণ পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামগ্রিক বিকাশের দিকে লক্ষ্য রেখে তাদেরকেও সমাজ সম্পর্কে সচেতন করাটা জরুরী। আর তাই পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনের(Midnapore Vidyasagar Shishu Niketan) ছোট ছোট শিশুদের ভবিষ্যতে সচেতন এবং দায়িত্ববোধ একজন নাগরিক তৈরি করে তোলার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন(Midnapore District administration) বিদ্যালয়ে একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি(Health awareness program) করেছে।
পশ্চিম মেদিনীপুরের জেলা স্বাস্থ্য দপ্তরের(Midnapore District Health Department) আধিকারিক এর নির্দেশনা এবং পরিচালনায় বিদ্যাসাগর শিশু নিকেতনের(Vidyasagar Shishu Niketan) ছোট ছোট পড়ুয়াদের সাম্প্রতিক সামাজিক বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নিয়ে সচেতন করে তোলার চেষ্টা করা হয়। যাতে তারাও তাদের জীবন যাপনের ক্ষেত্রে তা প্রয়োগ করতে পারে এবং সেই সমস্ত রোগ সম্বন্ধে সচেতন হতে পারে। অ্যানিমিয়া, ডেঙ্গু এবং থ্যালাসেমিয়া সহ বেশ কিছু রোগের উপসর্গ এবং তাকে কিভাবে রোধ করা যেতে পারে, সেই বিষয়ে সচেতনতামূলক শিবির করা হয়েছে। এই রোগগুলি সম্পর্কে শিশুদের সচেতন করার উদ্যোগ নেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মাননীয় স্বাস্থ্য আধিকারিক, Vidyasagar Shishu Niketan এর প্রধান শিক্ষিকা মিসেস চন্দা মজুমদার এবং আরো অন্যান্য বিশিষ্টরা।
আরও পড়ুনঃ বাপেরবাড়ি গেছেন স্ত্রী, ভয়াবহ কাণ্ড ঘটালেন যুবক
জীবনের পাঠদানের শুরুতেই যদি সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে ছোট ছোট শিশুদের অবহিত করা হয়, তাহলে আগামী দিনে সেই সমস্ত সমস্যার সমাধান করাও অনেকটা সহজতর হয়ে যায়। বিদ্যাসাগর শিশু নিকেতনে ডেঙ্গু, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া সহ একাধিক রোগ সম্পর্কে ছোট ছোট শিশুদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যাতে তারা সমস্ত কিছু জানতে পারে। বিদ্যাসাগর শিশু নিকেতনের এই সচেতনতামূলক কর্মসূচির শিবিরে উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলার অ্যাডিশনাল সিএমওএ ইচ ডঃ সুদীপ মন্ডল, এনসিডি জেলা মহামারীবিদ ডক্টর কৌশিক মান্না সহ চিকিৎসকদের একটি প্যানেল। আগামী দিনে তাদের আরো উন্নত নাগরিক হিসেবে সচেতন করে তোলার এই প্রয়াস যথেষ্টই প্রশংসনীয়।