প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ধূপগুড়ির একটি স্কুলের প্রধান শিক্ষক। জানা গেছে ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্কুলেরই কম্পিউটার শিক্ষিকার। সম্প্রতি স্কুলের এই অশিক্ষক কর্মচারীর সঙ্গে বিয়ে হয়ে যায় কম্পিউটার শিক্ষিকার। সেই খবর পেয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্কুলের প্রধান শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পরে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক মজুমদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই স্কুলেরই কম্পিউটার শিক্ষিকার। প্রধান শিক্ষক বিবাহিত, তার দুটি সন্তানও রয়েছে। সপ্তাহখানেক আগে স্কুলেরই এক অশিক্ষক কর্মচারীর সঙ্গে বিয়ে হয়ে যায় কম্পিউটার শিক্ষিকার। বিয়ের খবর জানতে পেরে শিক্ষিকার শ্বশুরবাড়িতে চলে যান অশোকবাবু।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বাড়ছে জলসঙ্কট, সাংবাদিক বৈঠকে কী বললেন গৌতম?
বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন কম্পিউটার শিক্ষিকার স্বামীর সঙ্গে। এরপরই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় ধূপগুড়ি মহুকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে।
স্থানীয় সূত্রে খবর, এই প্রথমবার নয়। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন ওই প্রধান শিক্ষক। ২০১৪ সালে প্রধান শিক্ষক হিসেবে ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ে যোগ দেন অশোক মজুমদার। প্রধান শিক্ষকের এমন কীর্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে, পাশাপাশি নিন্দার ঝড় উঠেছে অভিভাবকদের মধ্যে।