বাঁকুড়া থেকে উদ্ধার হওয়া অতিথি এল ঝাড়গ্রামে

Published On:

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: দক্ষিণ বাঁকুড়ার(Bankura) সারেঙ্গা(Sarenga) থেকে উদ্ধার হওয়া একটি পূর্ণবয়স্ক ভালুকের(Bear) ঠাঁই হল ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে(Junglemahal Zoological Park) ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দক্ষিণ বাঁকুড়ার সারেঙ্গা বনাঞ্চলের পিঠা বাকড়া(Pitha Bakra) এলাকায় ভালুকের খেলা দেখাচ্ছিল এক মাদারি। খবর পেয়ে বন দফতর বিহারের বাঁকা জেলার বাসিন্দা কলন্দর নামে ওই মাদারিকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় ভালুকটিকে। ওয়েস্টবেঙ্গল জু অথরিটির(WestBengal Zoo authority) নির্দেশক্রমে রবিবার সন্ধ্যায় ভালুকটিকে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।

সারেঙ্গা থেকে উদ্ধার হওয়া ভালুকটি এখন কোথায়?

চিড়িয়াখানায় বর্তমানে ভালুকের এনক্লোজারে রয়েছে একটি স্ত্রী ভালুক পাতিনা। তবে উদ্ধার হয়ে আসা ভালুকটিকে এখনই পাতিনার সঙ্গে ছাড়া হবে না। টিড়িয়াখানার প্রাণি চিকিৎসক চঞ্চল দত্ত বলেন, ‘‘আপাতত ২৫ বছর বয়সী পুরুষ ভালুকটিকে নিভৃতবাসে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’’ বনমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, ‘‘দক্ষিণ বাঁকুড়ার সেরাঙ্গার বনাঞ্চল থেকে ভালুকটিকে উদ্ধার করে আনা হয়েছে। ভালুকটি সুস্থ রয়েছে। কয়েকদিনের মধ্যে ভালুকটিকে এনক্লোজারে ছাড়া হবে। দর্শকরা দেখতে পাবেন।’’