বছর বছর বন্যা হচ্ছে, অথচ ঘাটাল মাস্টার প্ল্যান এখনও অধরা। হাপিত্তেশ করে বসে রয়েছেন মেদিনীপুরবাসী। নির্বাচনে হাজারও প্রতিশ্রুতি এখনও নাগাল পায়নি। কথা তুলেছেন অরিত্রেরা। তবুও কই, প্ল্যানটা বাস্তবায়িত হয়নি। বন্যায় এখন বানভাসি ঘাটাল। এমন সময় দেব কোথায়?
প্রশ্ন উঠলে দেবের জবাব, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন, সবাই মিলে পাশে থাকতে হবে।’ দেব আরও জানান, মাস্টার প্ল্যানের যে সুপারিশ করে মান সিংহ কমিটি, তা বাস্তবায়িত হয়হলে ঘাটালের অর্ধেক জায়গাকে নদীতে পরিণত করতে হবে। তা তো সম্ভব নয়। তাই নতুন প্ল্যান অনুযায়ী, চার কিলোমিটার জমিকে বাঁধে পরিণত করা হবে। তারপর দু’টি নদীকে মিলিয়ে দিতে হবে। কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এরপরেই আশ্বাস দিয়ে অভিনেতা দেব জানান, সব কিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে। দেবের এদিন আরও দাবি, ‘প্রতিশ্রুতি দিয়েছি বলে, কেউ যদি মনে করেন 3 মাসের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি হয়ে যাবে, সেটা তো ভুল।’ কারণ অভিনেতা ও সাংসদ দেবের মতে, ঘাটাল মাস্টারপ্ল্যান হল ঠিক এমন একটা প্ল্যান, যেটা মাত্র ৩ মাসে বাস্তবায়িত করা একেবারেই সম্ভব নয়। ঘাটাল মাস্টারপ্ল্যান পুরোপুরি ফলপ্রসূ হতে অন্তত 5 বছর সময় লাগবেই বলে দাবি দেবের।
আরও পড়ুনঃ প্রাক্তন বিচারপতি অভিজিতের সমালোচনা অরিত্রের, জানালেন হতাশা
এই মুহূর্তে, নিজের নতুন ছবি খাদানের শুটিং নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন দেব। কিন্তু তাই বলে তো আর সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা যায় না। তাই সেই ব্যস্ততা থাকলেও, বন্যা পরিস্থিতিতে ঘাটালের পাশে থাকার চেষ্টা করছেন দেব। ত্রাণসামগ্রী নিয়ে রবিবার পৌঁছে গিয়েছিলেন ঘাটাল পরিদর্শনে। সেখান থেকেই বার্তা দিয়েছেন ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে।