গতকাল ঘোষণা হয়েছে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলাফল। ঘাটাল (Ghatal) লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দেব (Dev)। বিজেপির হিরণ চট্টোপাধ্যায়কে ১ লক্ষ ৮২ হাজার ৪৪৬ ভোটে হারিয়েছেন তিনি। মঙ্গলবার গণনার পঞ্চম রাউন্ড পর্যন্ত দেব এবং হিরণের জোর টক্কর চললেও তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দেবকে। শেষপর্যন্ত ঘাটাল (Ghatal) লোকসভা কেন্দ্র থেকে জেতেন বিদায়ী সাংসদ দেব (Dev)।
ভোটে হেরে বিজেপি প্রার্থী হিরণ আঙুল তোলেন তৃণমূলের সন্ত্রাসের দিকে। তার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি। আর তৃণমূল ভোট লুঠ করেছে। এটা কীভাবে হয়? তিনি বলেন, “একটা বুথে তৃণমূল পেয়েছে ৮৮৭ টি বুথ আর বিজেপি শূন্য। এটা কখনও হতে পারে?”
এদিন সকাল থেকে তৃণমূল কর্মীদের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস। বিকেল চারটে নাগাদ ঘাটাল পৌঁছে যান দেব। তখন সেখানে ছিলেন মানস ভুঁইয়া, শিউলি সাহা প্রমুখ। সেইসঙ্গে ছিলেন অসংখ্য নেতাকর্মী। দেবের জয় নিশ্চিত হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। এরপর সাংবাদিক সম্মেলন করেন দেব। তিনি বলেন, “আমি বলেছিলাম ভোটে জিতলে বৃক্ষরোপণ করা হবে। বর্ষার আগেই সেই উদ্যোগ নেব। আর ঘাটাল মাস্টারপ্ল্যান যাতে সম্পূর্ণ হয় সেই বিষয়েও চেষ্টা করা হবে।” এদিন বিরোধী প্রার্থী হিরণকে আক্রমণ করে দেব বলেন, “উনি তো আমাকে আক্রমণ করে বহু কথা বলেছেন। কোন লাভ হল? আমি কিন্তু ওনার বিরুদ্ধে কিছু বলিনি। সাধারণ মানুষের ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। তারাই আমাকে জেতালেন।” সেই সঙ্গে ভোটে জেতার জন্য তিনি কর্মীদের শুভেচ্ছা জানান।