Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যান কি বিশ বাঁও জলের তলায়? নবান্নে ফের বৈঠকে দেব

Published On:

Ghatal Master Plan: টানা বৃষ্টির ফলে ডিভিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। তারমধ্যেই ঘাটাল, খানাকুল সহ বেশকিছু এলাকার ছবি রীতিমত ভয়াবহ। ফলে নতুন করে দাবি উঠতে শুরু করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের। কয়েকদিন আগেই ঘাটালের তৃণমূল সাংসদ দেব জানিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে তিনি আর ভোট প্রচারে যাবেন না। এই পরিস্থিতিতে শনিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং সেচমন্ত্রী মানস ভুঁইয়া। বৈঠকে ছিলেন দেব ও।

এর আগে বিভিন্ন সময় ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার পিছনে কেন্দ্রীয় সরকারের গড়িমসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচারে আরামবাগের সভা থেকে মমতা ঘোষণা করেন কেন্দ্র না করলে মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য। কিন্তু মুখ্যমন্ত্রী মুখে একথা বললেও মাস্টার প্ল্যানের কাজ এগোয়নি। সেই নিয়ে বিরোধীরা যেমন শাসক দলকে নিশানা করেছে তেমনি ঘাটালের স্থানীয় মানুষও ক্ষুব্ধ।

কয়েকদিন আগেই ফের বন্যার কবলে পড়ে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। সাংসদ দেব এলাকায় ত্রাণবিলি করতে গেলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকেও। বন্যাকবলিত ঘাটালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। তিনি সেখানে ঘোষণা করেন, ‘মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা লাগবে। বছর দুয়েকের মধ্যে কাজ হয়ে যাবে।’