Ghatal Master Plan 2025: সুখবর ঘাটালবাসীর জন্য। পেশ হল রাজ্য সরকারের বাজেট (WB Budget 2025)। তাতেই ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan 2025) বাস্তবায়নের লক্ষ্যে বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা। তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (WB Budget 2025) বুধবার বিধানসভায় পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বরাদ্দ ঘোষণার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টার প্ল্যান।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ১৩/২/২০২৫
ঘাটালবাসীর জল যন্ত্রণা প্রতি বছরের। বিগত কয়েক বছরে একই বছরে একাধিকবার প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। বারংবার দাবি উঠেছে বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের। কিন্তু কেন্দ্রের তরফে এই বিষয়ে সবুজ সংকেত মেলেনি। বিষয়টি নিয়ে একাধিকবার দরবার করেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেবও। অবশেষে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রের অপেক্ষায় না থেকে রাজ্য সরকার নিজেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। এবারের বাজেটে সেই পরিকল্পনাকে আগামী ২ বছরের মধ্যে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যানে ১৫০০ কোটি টাকা খরচ হবে৷ এর আগে ৩৪০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে রাজ্যের নদীমাতৃক এলাকাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সদ্য পেশ হওয়া বাজেটে। প্রতি বছর বর্ষায় নদীর পার ভাঙনের জন্য গ্রামাঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। দুই মেদিনীপুর, হুগলি সহ একাধিক জেলায় বিপুল ক্ষয়ক্ষতি হয় ফসলের। সেই বিষয়টিকে নজরে রেখেই নতুন ‘নদী বন্ধন’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে বাজেটে। এই সমস্ত নদীবাঁধ মেরামতির জন্য এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। এর ফলে নদীবাঁধগুলির মেরামতির পাশাপাশি বিকল্প কর্ম সংস্থানও হবে বলে অভিমত বিশেষজ্ঞদের।