Debangshu vs Abhijit Ganguly: বন্যায় দেবাংশুর ত্রাণ বিলি, সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির কটাক্ষ

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

সোশ্যাল মিডিয়ায় গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে ফেসবুক পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। শনিবার কোলাঘাটের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন দেবাংশু। সাথ দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সহ একাধিক দলীয় নেতৃত্ব। সেই ছবিই গণমাধ্যমে পোস্ট করে বিজেপি সাংসদকে খোঁচা দিলেন তৃণমূলের এই যুব নেতা।

ত্রাণ নিয়ে বন্যা কবলিতদের পাশে দাঁড়ালেন দেবাংশু-কুণাল
বুধবার DVC- র ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও নদীয়া সহ বেশ কিছু এলাকা বানভাসি হয়েছে। বাদ পড়েনি দক্ষিণের আরেক জেলা হাওড়াও। রাজ্যের এহেন পরিস্থিতিতে শনিবার কোলাঘাট ব্লকের বন্যা কবলিত এলাকা গুলি পরিদর্শনের পাশাপাশি দুর্গত মানুষদের সাথে কথা বলে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন তৃণমূল মুখপাত্র কুণাল ও নেতা দেবাংশু। সেই ছবিই সমাজ মাধ্যমে পোস্ট করে গত লোকসভার তমলুক কেন্দ্রের জয়ী প্রার্থী তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে এক হাতে নিলেন তিনি।

ফেসবুকে দেবাংশুর করা পোস্ট
শেষবারের লোকসভা হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গিয়েছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। শনিবার সেই অতীত অভিজ্ঞতা ঝালিয়ে নিলেন ফেসবুক পোস্টে। এদিন বানভাসী মানুষের সাথে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে দেবাংশু লেখেন, তমলুক লোকসভার মানুষ হয়তো আমাকে জেতাননি, কিন্তু প্রায় 7 লক্ষ ভোট দিয়েছেন; যা বিপুল! তাই একটা টান থেকেই যায়.. কোলাঘাট ব্লকের কিছু অঞ্চল কেন্দ্রের ডিভিসির ছাড়া জলে বিপর্যস্ত।

আরও পড়ুনঃপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল, অধীরের জায়গায় এলেন কে?

সেখানকার কিছু অঞ্চল আজ আমি এবং কুনালদা ঘুরে এলাম। সাথে ছিলেন জেলার নেতৃত্বগণ। কথা বললাম অসহায় মানুষগুলোর সাথে। ঘুরে দেখলাম ত্রাণ শিবিরগুলিও। আমাদের তরফের সামান্য আয়োজন বিলিও করলাম। সারাদিন ঘুরে মানুষের মুখে মুখে একটা কথাই শুনলাম; “আপনি হেরে গিয়েও এলেন! কিন্তু যিনি জিতেছেন তিনি কই…? পরিচিত প্রার্থীর কাছে পরাজয়ের স্মৃতি উস্কে যুবনেতার করা এই পোস্ট মুহূর্তের মধ্যে পৌঁছে গিয়েছে অসংখ্য নেট নাগরিকদের কাছে।

উল্লেখ্য, কয়েক ঘণ্টার মধ্যে তৃণমূল নেতা দেবাংশুর পোস্ট ভেসেছে লাইকের বন্যায়। কেউ কেউ আবার, হাসির ইমোজি সহ অন্যান্য রিয়্যাক্ট ইমোজি দিয়েছেন। পোস্টটির কমেন্টে চোখ রাখলে দেখা যাবে, কেউ কেউ দেবাংশুর পক্ষ নিয়ে লিখেছেন, ভোটে না জিতেও মানুষের পাশে থেকো দাদা,মানুষের ভালবাসা আর আশীর্বাদ পাবে, যিনি জিতেছেন তাকে তো কোথাও দেখা যায়নি, শুধু ভাষণ দিয়ে গেছেন।মানুষ নিশ্চই তোমার পাশে থাকবে। এই ভাবে এগিয়ে চলো।

কারও মুখে শোনা গেছে বিপরীত সুর। কেউ কেউ আবার লিখেছেন, সবকিছুতেই রাজনীতি। সবমিলিয়ে বন্যা কবলিত এলাকায় পৌঁছে ত্রাণ বিলি থেকে শুরু করে প্রাক্তন বিচারপতিকে খোঁচা দেওয়া পোস্ট এখন দাবানলের গতিতে ভাইরাল হচ্ছে

<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2Fp%2FK1FC5oFqNXQRwxpY%2F%3Fmibextid%3DoFDknk&width=500&show_text=true&height=223&appId” width=”500″ height=”223″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>