Ghatal Flood: বন্যায় ভাঙলো শিলাবতীর বাঁধ, ঝুলছে পাকা বাড়ি আর সাঁকো

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Ghatal Flood: বন্যার জল ক্রমশ কমছে। উন্নতি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Midnapore) ঘাটালের (Ghatal) বন্যা (Ghatal Flood) পরিস্থিতির। কিন্তু জল কমে গিয়ে মাঠে জমা জলের চাপে ভেঙে পড়লো শিলাবতী নদীর বাঁধ। ফলে বিপজ্জনক ভাবে ঝুলছে একতলা পাকা বাড়ি ও সাঁকো। তৈরি হয়েছে যেকোনও মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কা। ঘটনাটি ঘটেছে দাসপুর ১ নং ব্লকের (Daspur) রাজনগর পশ্চিম এলাকায়।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে তুমুল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায়। এখন সেই জল কমতে শুরু করেছে। নামতে শুরু করেছে নদীগুলির জলস্তরও। কিন্তু তার ফলেই বিপত্তি। শিলাবতী নদীর জল হঠাৎ অনেকটাই কমেছে। দাসপুর ১ নং ব্লকের (Daspur) রাজনগর পশ্চিম এলাকায় মাঠে জমে থাকা জলের চাপে ভেঙে পড়ে দুর্বল নদী বাঁধের একাংশ। এই বাঁধ ধসে যাওয়ায় বাঁধ সংলগ্ন এলাকাগুলিতেও ধস নামতে শুরু করেছে। ধুয়ে গিয়েছে একটি একতলা বাড়ির নীচের অংশের মাটি। ফলে বিপজ্জনক ভাবে ঝুলছে বাড়িটি।

ছবিতে দেখা গিয়েছে এলাকার পাকা বাড়িটি বিপজ্জনক ভাবে ঝুলে রয়েছে। যেকোনও মুহূর্তে ধসে যেতে পারে বাড়িটি। একই অবস্থা নিকটবর্তী সাঁকোটিরও৷ স্থানীয় মানুষদের অভিযোগ, প্রশাসনকে এই বিষয়ে একাধিকবার জানানো হলেও পদক্ষেপ নেওয়া হয়নি৷ সাঁকোটি ভেঙে পড়লে একাধিক গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়বেন।