Jhargram: লোকালয়ে শেয়াল, পাকড়াও করল বন দফতর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): বনের শেয়ালকে লোকালয়ে দেখে হইচই জুড়লেন ঝাড়গ্রাম (Jhargram) শহরের শিরিষচক এলাকার বাসিন্দারা। তবে তাঁরা কেউই শেয়ালটির ক্ষতি করেননি। বরং দায়িত্ব নিয়ে বন দফতরকে খবর দেন। শেয়ালটিকে উদ্ধার করে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় নিয়ে যান বন দফতরের লোকজন।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকা সংলগ্ন শিরিষচকের জঙ্গল থেকে শনিবার সকালে শেয়ালটি লোকায়ে চলে এসেছিল। খবর পেয়ে বন দফতরের কর্মীরা খাঁচা নিয়ে সেখানে যান। মুরগির মাংসের টোপ দিয়ে শেয়ালটিকে ধরা হয়। শেয়ালটির শারীরিক পরীক্ষা করে প্রাণি চিকিৎসকরা জানাচ্ছেন, শেয়ালটি সাব অ্যাডাল্ট। বেশ সুস্থসবল রয়েছে। ঝাড়গ্রামের রেঞ্জ অফিসার দেবজ্যোতি ভৌমিক জানিয়েছেন, চিড়িয়াখানায় শেয়ালটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঝাড়গ্রামের জঙ্গলে নানা বন্যপ্রাণী রয়েছে। জঙ্গলের ঘনত্ব কমার কারণেই মাঝে মধ্যে খাবারের সন্ধানে বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ে। প্রায়ই নেকড়ে, বন শুয়োর জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামে হানা দেয়। আর বারো মাস বুনো হাতির দলের উপদ্রব তো লেগেই রয়েছে। তবে এদিন শেয়ালটিকে দেখতে পেয়ে বাসিন্দারা কোনও ক্ষতি না করে বন দফতরকে খবর দেওয়ায় সন্তোষপ্রকাশ করেছেন বন দফতরের কর্তারা।