Fox Attack: হাসপাতালে শিয়ালের তাণ্ডব, পরপর ১০ জনকে কামড়

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে শিয়ালের কামড়ে (Fox Attack) জখম হলেন রোগী সহ ১০ জন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে, প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা নিয়েও। ঘটনার পর রোগীর পরিজনরা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন বলে জানা গেছে।

ঘটনায় জখম এক ব্যক্তি জানান, তিনি জল আনতে গিয়েছিলেন হাসপাতালের কলে। সেইসময় তাকে আক্রমণ করে শিয়ালটি। এরপর শিয়ালের কামড় খান আরও নয় জন। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পাশের জঙ্গল থেকে একটি শিয়াল ঢুকে পড়ে হাসপাতাল চত্ত্বরে। তারপর পরপর দশ জনকে আক্রমণ করে শিয়ালটি।

আরও পড়ুনঃ নাবালক ও তরুনীর বিয়ের সমস্যার সমাধান করতে এসে বিপদে তৃণমূল নেতা

ঘটনায় আহত মফিকুল ইসলাম বলেন, ‘ হাসপাতালের গেটে বসে আমরা গল্প করছিলাম। সেখানে বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে শিয়ালটি। হাসপাতালের অবস্থা যদি এরকম হয়, তাহলে রোগীরা সেখানে চিকিৎসা করাবেন কীভাবে?’

ব্লক স্বাস্থ্য আধিকারিক আব্দুর রউফ অবশ্য দাবি করেছেন, ‘ প্রথমে এই বিষয়ে আমায় কেউ জানায়নি। তবে যাদের শিয়ালে আক্রমণ করেছিল তাদের সঙ্গে সঙ্গে প্রতিষেধক দেওয়া হয়েছে, সকলেই সুস্থ আছেন।’ ঘটনার পর পুলিশ পৌঁছলেও এখনও কাউকে আটক করা হয়নি।