মহিলা পরীক্ষার্থীর অন্তর্বাস খুলে তল্লাশি, উত্তেজনা গাইহাটায়

Published On:

তল্লাশির নামে হেনস্তার অভিযোগ মহিলা পরীক্ষার্থীর। সম্প্রতি গাইঘাটার এই ঘটনাকে নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার ঠাকুরনগর স্কুলে পরীক্ষার আগে টুকলি ধরতে তল্লাশি নেওয়া হচ্ছিল পরীক্ষার্থীদের। সেই সময় এক মহিলা পরীক্ষার্থীকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এরপরই উত্তেজনা ছড়ায় স্কুল চত্ত্বরে।

আরও পড়ুনঃ বন্ধুই এখন শত্রু! হিরোকে টেক্কা দিচ্ছে হোন্ডা

ঠাকুরনগর উচ্চ বিদ্যালয় ওই অঞ্চলের চারটি কলেজের ডি এল এড পরীক্ষা কেন্দ্র। পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে থাকা মহিলা কর্মীরা নকল ধরার নাম করে মহিলা পরীক্ষার্থীদের রীতিমত হেনস্তা করছে।

এর আগেও একদিন এক মহিলা পরীক্ষার্থীকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ। এরপর এদিন একই ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য পরীক্ষার্থীরা। তারা স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখান। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইনচার্জের কাছে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ লালগড়ও সোচ্চার তিলোত্তমার সুবিচারের দাবিতে, পথে নামলো নাগরিক সমাজ

ওই পরীক্ষার্থীর মায়ের অভিযোগ, ‘এর আগেও একদিন একই ঘটনা ঘটেছে, আমরা প্রতিবাদ করার পরেও আবার সেই ঘটনা ঘটল।’