Burdwan: বীভৎস হুমকির মুখে মহিলা চিকিৎসক! এ ও এক ‘সিভিক’

Published On:

Burdwan: যখন এক দিকে আর জি কর কান্ড নিয়ে দেশ উত্তাল, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, বিক্ষোভে ফেটে পড়েছেন, তারা দোষীর কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন। আর ঠিক তখনই প্রায় একই ঘটনা দেখা গেল বর্ধমানের(Burdwan) ভাতার ব্লক হাসপাতালে।

সুশান্ত রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার(Civic Volunteer) এর বিরুদ্ধে অভিযোগ, রাত্রিবেলা ভাতার ব্লক হাসপাতালে এসে এক মহিলা চিকিৎসককে(Female doctor) নিগ্রহ করেন তিনি। তার উপরে চড়াও হন এবং তাকে আরজি করে(R G Kar) কি ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটানোর হুমকি দেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ভাতার ব্লক হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য কর্মীরা। বি এম ও এইচ সংঘমিত্রা ভৌমিক ওই মহিলা চিকিৎসককে নিয়ে স্থানীয় থানার ইনচার্জের সঙ্গে কথা বলেন। পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

ঘটনাটি শুক্রবার রাত দুটো বেজে ১৫ মিনিট নাগাদ। বর্ধমানের(Burdwan) কাটোয়া সংলগ্ন সড়ক দিয়ে বহু পুণ্যার্থী গঙ্গার জল নিয়ে বর্ধমানেশ্বর মন্দিরের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে বহু গাড়ি বাইক চলাচল করে। আর এরকম ভিড় থাকার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনাগ্রস্থ রোগীদের নিয়ে ভাতার ব্লক হাসপাতালে ওই মহিলা চিকিৎসক ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় সুশান্ত রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার তার পেটে ব্যথা এবং মাথা ঘোরার সমস্যা নিয়ে ওই মহিলা চিকিৎসকের কাছে যান।

আরও পড়ুনঃ দাঁতনে রেল অবরোধ, এক্সপ্রেস আটকে চরম বিশৃঙ্খলা

ওই চিকিৎসক তাকে প্রাথমিক শুশ্রূষা করেন। সেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটু দেরি হওয়ায় ওই সিভিক ভলেন্টিয়ারকে হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ। ওই মহিলা চিকিৎসকের উদ্দেশ্যে বলেন, ‘আরজি করে কি ঘটেছে দেখেছেন তো?’ আর এর পরেই ডেপুটি সিএমওএইচ এই বিষয়ে জানিয়েছেন, ‘আরজিকরকাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল। চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। আর সেখানে ভাতার হাসপাতালে একজন সিভিক ভলেন্টিয়ার এসে ওই আরজিকরের মতো ঘটনা ঘটানোর হুমকি দিচ্ছেন। পুলিশের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে।’ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।