Fake CPIM Agent: ‘ভুয়ো’ এজেন্ট বুথে, হাতেনাতে ধরলেন প্রার্থী

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আজ গোটা দেশজুড়ে চলছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ডায়মন্ড হারবার। একটি বুথে সিপিএমের এজেন্ট (Fake CPIM Agent) পরিচয় দিয়ে বসেছিলেন স্থানীয় তৃণমূল নেতা। এমনটাই অভিযোগ ডায়মন্ড হারবারের সিপিএম (CPIM) প্রার্থী প্রতীকউর রহমানের। সিপিএম প্রার্থীর এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছিলেন প্রতীকউর। রামপুরের ২৭১ নম্বর বুথে গিয়ে রীতিমত অবাক হয়ে যান তিনি। দেখেন, সিপিএমের এজেন্ট পরিচয় দিয়ে বুথে বসেছেন স্থানীয় এক যুবক। প্রতীকউর তার কাছে জানতে চান তিনি কী কারণে বুথে বসেছেন। তার কোন সঠিক উত্তর দিতে পারেননি ওই যুবক। এরপর প্রতীকউর জানতে চান ওই যুবক তাকে চেনেন কিনা। উত্তরে স্থানীয় ওই যুবক বলেন – ‘ না।’ এতে আরও অবাক হয়ে যান সিপিএম প্রার্থী। তিনি বলেন ‘ আমি এই এলাকার প্রার্থী। আপনি আমার এজেন্ট পরিচয় দিয়ে বুথে বসেছেন, আর বলছেন আমাকেই চেনেন না?’ এরপর প্রিসাইডিং অফিসার ওই যুবককে বুথের বাইরে বের করে দেন।

বুথের বাইরে এসে সিপিএম প্রার্থীর সঙ্গে রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই যুবক। কোনরকমে প্রতীকউরের হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। এই ঘটনা প্রসঙ্গে প্রতীকউর বলেন , ‘ বুথে এসে দেখি স্থানীয় এক তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর আমার এজেন্ট পরিচয় দিয়ে বুথে বসে রয়েছেন। ওনাকে প্রশ্ন করাতে উনি বললেন আমাকে উনি চেনেন না। তৃণমূলের আমলে সবই সম্ভব। ভুয়ো পুলিশ, ভুয়ো শিক্ষক আবার ভুয়ো এজেন্ট।’