Jhargram: চাষজমিতে হাতির তাণ্ডব, ক্ষোভে পথ অবরোধ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার: বিঘের পর বিঘে জমির চারা ধান ও আনাজের ক্ষতি করছে হাতি। হাতির(Elephant) তাণ্ডবে দিশেহারা ঝাড়গ্রামের(Jhargram) সাঁকরাইল(Sankrail) ব্লকের সাঁওতালডিহি ও পার্শ্ববর্তী এলাকার চাষিরা।

এলাকা থেকে হাতির দলকে সরানো ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার সকাল ৯টা থেকে সাঁওতালডিহি এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। ঘন্টা তিনেকের অবরোধের ফলে লোধাশুলি(Lodhasuli)থেকে কেশিয়াপাতা যাওয়ার পিচ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই কেঁপে উঠলো শ্রীলঙ্কা ক্রিকেট

পরে সাঁকরাইল থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ায় বেলা ১২টা নাগাদ অবরোধ তুলে নেয় গ্রামবাসী। বাসিন্দারা। বৃহস্পতিবার রাতভর সাঁকরাইল(Sankrail) ব্লকের বড়ডাঙ্গা বিটের সাঁওতালডিহি, ছোটো শিরষি, গোঠাবিলা সহ একাধিক এলাকায় ৩০-৪০ টি হাতির একটি দল তাণ্ডব চালায়। বিপুল পরিমাণে জমির চারা ধান, ঝিঙ্গে চাষ তছনছ করে হাতিরা।