Jhargram: ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু, এলাকায় ক্ষোভ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

স্বপ্নীল মজুমদার: ফের হাতির(Elephant) হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। শনিবার ভোরে ঝাড়গ্রাম(Jhargram) থানার পসরো গ্রামের ঘটনা। মৃত বৃদ্ধের নাম চাঁদু খিলাড়ি (৬১)। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চাঁদু বাবুদের বাড়ি একদম জঙ্গল লাগোয়া। গ্রামের মোড়ে তাঁর একটি খাবার দোকান আছে। গ্রামে কয়েকটি হাতি ঢুকে তাঁর দোকান ভাঙচুর করেছে শুনে ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় তিনি একটি হাতির সামনে পড়ে যান। চাঁদু আর পালাতে পারেননি। হাতি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে পা দিয়ে পিষে মেরে ফেলে।


পরিবারের লোকেরা তাঁর আওয়াজ শুনতে পেরে বাইরে বেরিয়ে ঘটনাটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও বন দফতরের লোকজন দেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল(Jhargram Medical Collage Hospital) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরে দেহটি ঝাড়গ্রাম(Jhargram) পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুনঃ অভিনব রাখী উৎসব মেদিনীপুরের কচিকাঁচাদের

মৃতের খুড়তুতো ভাই তারকনাথ খিলাড়ি বলেন, দাদা ঝাড়গ্রামে(Jhargram) একটি কাঠ চেরাই কলে কাজ করতেন। তিনি বলেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এলাকায় অগুন্তি হাতি আছে। প্রায়দিনই হাতি বাড়ি ঘর ভাঙছে। মানুষ মারছে। আমরা কোথায় যাব! বন দফতর জানিয়েছে, মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। হুলা পার্টির নজরদারি বাড়ানো হচ্ছে।