চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Egra RG Kar: স্কুলের প্রশ্নে এবার আরজিকর প্রসঙ্গ! ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরার প্রথম সারি স্কুল এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুলের একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার প্রশ্নে উত্তাপিত হয়েছে আরজি করের ‘অভয়া’র প্রসঙ্গ। ঘটনাটি কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে জেলার শিক্ষামহলে। এমনকি তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্কও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্রে একটি প্রশ্ন ছিল এই রকম – “শিক্ষা আমার মৌলিক অধিকার। আমি অভয়া অনেক আশা ও স্বপ্ন নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার। আমাকে মেডিক্যাল কলেজের মধ্যে পাশবিক অত্যাচার করে প্রাতিষ্ঠানিক ভাবে খুন করা হয়েছে। আমার সঠিক বিচার হোক। উপরে বর্ণিত শিকার অধিকারটি সংবিধানের কোন ধারায় আছে?” প্রশ্নটি ছিল এমসিকিউ ঘরানার, তাই চারটি সম্ভাব্য উত্তরও দিয়ে সঠিকটি বেছে নিতে বলা হয়েছিল।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরতা অবস্থায় তরুণী জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর থেকে উত্তাল হয়েছে রাজ্য। দিকে দিকে আন্দোলনে নেমেছেন মহিলারা। বিভিন্ন দাবি নিয়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। সাধারণ নাগরিক বা গণ্যমান্য ব্যক্তিত্বরা ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। কলকাতা থেকে শুরু করে শহরতলি, মফঃস্বল, এমনকি গ্রামাঞ্চলের স্কুলের পড়ুয়ারাও মিছিল করেছিলেন। এখন ঘটনার তদন্ত করছে সিবিআই। মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই পরিস্থিতিতে স্কুলের প্রশ্নপত্রে আরজি কর কান্ডকে উল্লেখ করে প্রশ্ন থাকায় তৈরি হয়েছে বিতর্ক।