Egra Awas Yojana: আবাস যোজনায় পক্ষপাতিত্বের অভিযোগ, উত্তপ্ত এগরা, আধিকারিককে ঘিরে বিক্ষোভ

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Egra Awas Yojana: পূর্ব মেদিনীপুরের এগরায় (Egra) আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষায় পক্ষপাতিত্বের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো এলাকা। আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষার দল ও ব্লকের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর (Purba Midnapore) জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের রায়দা গ্রামে।

সোমবার বিকালে এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের রায়দা গ্রামে আবাস যোজনার সমীক্ষায় আসেন সমীক্ষক দলের প্রতিনিধিরা। নেতৃত্বে ছিলেন ব্লকের খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ঐ আধিকারিক ও সমীক্ষা দলের প্রতিনিধিরা গ্রামে ঘুরে ঘর বেছে বেছে সমীক্ষা করছিলেন। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন গ্রামবাসীরা। এই নিয়ে সরকারি আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। উত্তেজিত জনতা সরকারি আধিকারিককে ঘিরে ধরে তীব্র বিক্ষোভ দেখান। দেওয়া হয় গো ব্যাক স্লোগান।

Egra Awas Yojana: আবাস যোজনায় পক্ষপাতিত্বের অভিযোগ, উত্তপ্ত এগরা, আধিকারিককে ঘিরে বিক্ষোভ

এগরায় বচসা

বচসার সময় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলাকায় উপস্থিত স্থানীয় পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ দাস পরিস্থিতি সামাল দেন। আধিকারিককে জনতার জটলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রবীন্দ্রনাথ দাসের অভিযোগ, “এখানে যারা প্রকৃত উপভোক্তা, তাঁদের বঞ্চিত করতে চাইছেন কিছু সরকারি আধিকারিক। আমরা ঐ সরকারি আধিকারিকের পক্ষপাতিত্ব মূলক আচরণের বিরুদ্ধে বিডিও’র কাছে লিখিত অভিযোগ জানাবো।”