Dilip Ghosh: লোকসভায় হার! এবার কি বিধানসভায় প্রার্থী দিলীপ?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে হেরেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারপর থেকেই ক্ষোভে ফুটছেন বিজেপির আদি নেতারা। দলের মধ্যেই তারা প্রশ্ন তুলেছেন দিলীপের শক্ত ঘাঁটি মেদিনীপুর থেকে তাকে সরিয়ে কেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দায়িত্ব দেওয়া হল? অগ্নিমিত্রা পাল সংগঠক হিসেবে কতটা দক্ষ সে নিয়েও প্রশ্ন উঠেছে। একে পুরোনো কর্মীদের ক্ষোভ, তার উপর সেই ক্ষোভে ঘৃতাহুতি করেছেন দিলীপ নিজেই।

দিলীপের বক্তব্য খুব পরিষ্কার। লোকসভা ভোটের ফলাফলের দিনই দিলীপ বলেছিলেন, “গোটা দেশে বিজেপির পারফরম্যান্স খারাপ হয়েছে।” এখানেই থেমে না থেকে দিলীপ সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেছেন, “আমি জানিনা আমাকে হারানোর জন্য ষড়যন্ত্র হয়েছে কিনা। মেদিনীপুরে ১ লক্ষ ভোটে জেতার পরিস্থিতি ছিল। কিন্তু তারপরেও কেন কেন্দ্র বদল করা হল জানা নেই।” এই পরিস্থিতিতে দলের আদি কর্মীদের ক্ষোভ প্রশমন করতে চাইছে রাজ্য বিজেপি। সেই কারণে মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করতে চাইছে তারা। এমনটাই খবর সূত্রের।

জুন মালিয়া লোকসভা ভোটে জিতেছেন। সুতরাং দ্রুত তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। সেই আসনেই দিলীপকে প্রার্থী করতে চাইছে রাজ্য বিজেপি। ২০১৯ এবং ২০২১ সালে দিলীপ ঘোষের নেতৃত্বে লোকসভা ভোটে ভালো ফল করেছিল বিজেপি। তারপর দিলীপের জায়গায় বিজেপি নেতৃত্বে আসেন সুকান্ত। সুকান্তকে রাজ্য সভাপতি করার পিছনে শুভেন্দু অধিকারীর চেষ্টা ছিল বলেও মনে করেন আদি বিজেপির একটা বড় অংশ। সুকান্ত দায়িত্ব নেওয়ার পরেই বিজেপি প্রতিটি নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে। তারপরই দিলীপকে ফিরিয়ে আনার সওয়াল আরও জোরদার হয়েছে। বিজেপি সূত্রের খবর, সুকান্ত-শুভেন্দুর দাবি মেনে সুকান্তকে নেতৃত্বের ভার দেওয়ার পর বিজেপির পারফরম্যান্স গ্রাফ যেভাবে তলানিতে নেমেছে তাতে দিলীপকে ফেরানোর দাবি আরও জোরদার হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।