দিঘায় (Digha) মহিলাদের সুরক্ষায় উদ্যোগী পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ (Purba Medinipur District Police)। ‘মহিলা সুরক্ষা নম্বর’ (Women Help Line Number) চালু করা হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে। ২৪ ঘন্টা কার্যকর থাকবে এই হেল্পলাইন নম্বর। দিঘায় (Digha) বেড়াতে গিয়ে মহিলারা কোনও রকম সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করতে পারবেন পুলিশের সঙ্গে। চালু হওয়া নম্বরটি ৯৮০০৭৭৫৯৯৯। এই নম্বরে কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন মহিলারা।
আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। এই পরিস্থিতিতে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠছে সর্বত্র। দিঘায় বেড়াতে আসা মহিলা পর্যটকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে মহিলা সুরক্ষা হেল্পলাইন নম্বর চালু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ২৪ ঘন্টা ৯৮০০৭৭৫৯৯৯ নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে পুলিশের সাহায্য পাবেন মহিলারা। শনিবার সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য এই হেল্পলাইন নম্বর প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, “জেলা জুড়ে পুলিশের ‘স্পেশ্যাল রেসপন্স টিম’কে আরও বেশি করে সচল করা হয়েছে। দিনে হোক বা রাতে যে কোনও সময় যে কেউ বিপদে পড়লে এই নম্বরে ফোন অথবা হোয়াট্সঅ্যাপ মেসেজের মাধ্যমেও পুলিশের সাহায্য নিতে পারেন।”
উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপের সঙ্গে থাকছে একাধিক সুবিধা। সাহায্যপ্রার্থীরা মেসেজ করলেই জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগের নম্বর পাবেন। সেই সঙ্গে জেলা জুড়ে সুরক্ষা নিশ্চিত করতে আরও সক্রিয় হচ্ছে জেলা পুলিশ। দুষ্কৃতীদের গতিবিধি রাতে যে সব স্থানে বেশি হতে পারে, সেই জায়গাগুলি চিহ্নিত করে টহলদারি বাড়ানো হচ্ছে। জেলা পুলিশের মহিলা বাহিনী ‘উইনার্স টিম’ এবার দিঘা ও হলদিয়ার পাশাপাশি কাঁথি, এগরাতেও কাজ করবে। সব মিলিয়ে মহিলাদের সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।