Digha Shankarpur: দিঘা-শঙ্করপুরের সমুদ্র সৈকতে নিয়মিত নজরদারি চলে। তারপরেও ঘটে জলে ডুবে মৃত্যু। সামনে ২৫ ডিসেম্বর ও পয়লা জানুয়ারী। দিঘা-শঙ্করপুরে (Digha Shankarpur) এই সময়ে ভিড় হবে অস্বাভাবিক। সমুদ্র স্নানে নামা পর্যটকদের সুরক্ষায় তাই বিশেষ সতর্ক প্রশাসন। পর্যটকদের সুরক্ষায় এবার বোট নিয়ে দিঘা ও শঙ্করপুরের (Digha Shankarpur) সৈকত পাহারা দেবেন নুলিয়ারা৷ দিঘা-শঙ্করপুর (Digha Shankarpur) উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ) ইতিমধ্যেই নুলিয়াদের প্রশিক্ষণ দিয়েছে।
সূত্রের খবর, বর্ষবরণের আবহে সৈকত স্নানে আগত পর্যটকদের সুরক্ষায় ৫টি করে বোট এসেছে দিঘা ও মন্দারমণিতে। বোটগুলিতে ২৫ জন নুলিয়া থাকবেন। দিঘা এবং মন্দারমণি মিলিয়ে ৬৩ জন নুলিয়ার মধ্যে ২৫ জন নুলিয়াকে নিয়োগ করা হয়েছে। পর্যটক যতক্ষণ স্নান করবেন, বোট নিয়ে পাহারা দেবেন তাঁরা। বোট চালানো, উদ্ধার সহ একাধিক বিষয়ে তাঁদের ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দিঘা ও মন্দারমণির সমুদ্র সৈকতে চলে সর্বক্ষণের নজরদারি৷ তারপরেও জলে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সৈকতে পর্যটকদের গতিবিধির উপর নজরদারি চালান নুলিয়া এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। অভিযোগ, সতর্কতা সত্ত্বেও এক শ্রেণির পর্যটক মদ্যপান করে সমুদ্র স্নান করেন। শীতের মরশুম শুরু হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারী মাস জুড়ে পর্যটকদের ঢল নামে সৈকত শহরে। তাঁদের সুরক্ষায় তাই আগে থেকেই সতর্ক প্রশাসন।