Digha Mamata: দীঘায় মুখ্যমন্ত্রী, কাল যাচ্ছেন জগন্নাথ দর্শনে

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Digha Mamata: দীঘায় এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনদিনের জেলা সফরে দীঘায় (Digha) এসেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ নিউ দীঘা হেলিপ্যাড ময়দানে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। এরপর গাড়িতে করে তিনি যান ওল্ড দীঘার (Digha) ‘দীঘি’তে। আগামীকাল অর্থাৎ বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) কাজ খতিয়ে দেখতে জগন্নাথ দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন তিনি৷

তিনদিনের পূর্ব মেদিনীপুর সফরে মঙ্গলবার বিকেলে দীঘা এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান আবহে পূর্ব মেদিনীপুর সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দীঘায় পুরীর আদলে গড়ে উঠবে জগন্নাথ মন্দির। সেই মন্দিরের কাজ প্রায় সমাপ্য। সম্ভবত নতুন বছরেই মন্দিরের দ্বার খুলে যেতে চলেছে সাধারণ পর্যটক ও দর্শনার্থীদের জন্য। সেই পরিস্থিতিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বুধবার জগন্নাথ দর্শন করবেন। বোঝা যাচ্ছে, মন্দিরের কাজ কতদূর এগিয়েছে সেই বিষয়ে খোঁজ নিতে চলেছেন তিনি। প্রসঙ্গতঃ উল্লেখ্য, ২০১৮ সালে এই প্রকল্পে বরাদ্দ হয় ২০০ কোটি টাকা। ২০২২ সালে শুরু হয় মন্দিরের নির্মাণ। দীঘা রেল স্টেশনের পাশেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির ওপর চলছে সেই নির্মাণকার্য। বর্তমানে শেষ মূহুর্তের কাজ চলছে জোর কদমে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘার মন্দিরে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার। মূল কাঠামোর মন্দিরে বসানো হয়েছে পাথর। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিও এসে গিয়েছে আগেই। রাজস্থানের শিল্পীরা পুরীর মূর্তির আদলেই এখানকার মূর্তিগুলি তৈরি করেছেন। তৈরি করা হচ্ছে বড় রথও। পুরীর আদলে দীঘাতেও হবে রথযাত্রা।

অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অপর সৈকত শহর মন্দারমণির অবৈধ হোটেল সংক্রান্ত মামলা। জাতীয় পরিবেশ আদালত ২০২২ সালে সেখানকার বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দেয়। তা মেনে গত ১১ নভেম্বর কোস্টাল রেগুলেটেড জোন ম্যানেজমেন্ট অথরিটি মন্দারমণি এবং আরও চারটি মৌজায় ১৪০টি হোটেল, হোম স্টে, লজ ভাঙার নির্দেশ জারি করে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ২০ নভেম্বরের মধ্যে সেই নির্দেশ কার্যকর করতে নির্দেশ দেন। এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মন্দারমণির হোটেল মালিকদের সংগঠন। গত গত ২২ নভেম্বর জেলাশাসকের নির্দেশের উপর ১৩ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি সিনহা বর্তমানে পোর্ট ব্লেয়ার এজলাসে। তাঁর অনুপস্থিতিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মন্দারমণির হোটেল সংক্রান্ত বিষয়ে স্থগিতাদেশ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেই আবহে প্রশাসনিক সফরে জেলা মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনিক বৈঠক করবেন। মন্দারমণি বিষয়ে তিনি কী বার্তা দেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে অভিমত প্রশাসনিক মহলের৷