চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Digha Jagannath Temple: নতুন বছরে দীঘার নব্য আকর্ষণ! উদ্বোধন হওয়ার সম্ভাবনা দীঘার (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple)। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় গড়ে উঠছে জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। নতুন বছরে এই মন্দির যে দীঘায় পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে, সেই বিষয়ে বিশেষ সন্দেহ নেই।
পুরী বাঙালির অন্যতম তীর্থস্থান। সমুদ্র দেখার পাশাপাশি জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতিবছর বহু বাঙালি পর্যটক পুরী বেড়াতে যান। অন্যদিকে দীঘা বাঙালির সপ্তাহান্তের পর্যটনস্থল। বাঙালি পর্যটকরা দীঘা এসে সমুদ্রের পাশাপাশি যাতে জগন্নাথ দেবের দর্শন পান সেজন্য পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। ২০১৮ সালে এই প্রকল্পে বরাদ্দ হয় ২০০ কোটি টাকা। ২০২২ সালে শুরু হয় মন্দিরের নির্মাণ। দীঘা রেল স্টেশনের পাশেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির ওপর চলছে সেই নির্মাণকার্য।
দীঘায় মন্দির নির্মাণের কাজের গতি মাঝে শ্রমিক সংকটের জন্য কিঞ্চিৎ বাধাপ্রাপ্ত হয়েছিল। বর্তমানে শেষ মূহুর্তের কাজ চলছে জোর কদমে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘার মন্দিরে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার। মূল কাঠামোর মন্দিরে বসানো হয়েছে পাথর। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিও এসে গিয়েছে আগেই। রাজস্থানের শিল্পীরা পুরীর মূর্তির আদলেই এখানকার মূর্তিগুলি তৈরি করেছেন। তৈরি করা হচ্ছে বড় রথও। পুরীর আদলে দীঘাতেও হবে রথযাত্রা। দীঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন কবে হবে তা এখনও ঘোষিত হয়নি। তবে সূত্রের খবর, সম্ভবতঃ নতুন বছরেই উদ্বোধন হতে চলেছে। সেক্ষেত্রে আগামী বছরে দীঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠবে জগন্নাথ মন্দির।