দীঘায় (Digha) পর্যটকদের জন্য এবার বাড়তি আকর্ষণ। সৈকত শহরের (Digha) রাস্তায় নামতে চলেছে দোতলা বাস। যদিও এখনও বিষয়টি ট্রায়ালের পর্যায়ে রয়েছে। কিন্তু সমস্ত পরিকল্পনা ঠিক থাকলে দীঘার (Digha) রাস্তায় দোতলা বাসে চড়ে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে শুধুমাত্র দীঘা (Digha) শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে চালু হতে চলা ক্রুজ পরিষেবা নিলে এই বাসে চড়ার সুযোগ মিলবে।
দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে কয়েকমাসের মধ্যেই দীঘায় শুরু হতে চলেছে প্রমোদতরী পরিষেবা। দীঘায় আগত পর্যটকদের বাড়তি মনোরঞ্জনের জন্য চালু হলে এই ক্রুজ। ক্রুজের যাত্রীদের হোটেল থেকে প্রমোদতরী ছাড়বার স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পিপিপি মডেলে ডবল ডেকার বাস চালু করার চিন্তাভাবনা চলছে বলে জানা গিয়েছে। বাস পরিষেবার বিষয়টি খতিয়ে দেখতে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে দোতলা বাস রাস্তায় নামানো হয়েছে। ট্রায়াল সফল হলে এই বাস পরিষেবা চালু করা হতে পারে।
দীঘা বাঙালির অত্যন্ত পছন্দের পর্যটনস্থল। সপ্তাহান্তেই হোক বা দিন কয়েকের ছুটি, বাঙালির প্রথম গন্তব্য দীঘা। দীঘাকে সুন্দর করে সাজিয়ে তুলতে প্রশাসনের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বিগত কয়েক বছরে। পর্যটকদের কাছে দীঘা আরও আকর্ষণীয় করে তুলতে নতুন উদ্যোগ এই ক্রুজ পরিষেবা। শঙ্করপুর মৎস্য বন্দরে কাছে নায়েকালী মন্দির চত্বরে তৈরি করা হয়েছে জেটি। সেখান থেকে ছাড়বে বিলাসবহুল ক্রুজ। এমভি নিবেদিতা নামে বিলাসবহুল প্রমোদতরীটির কাজও প্রায় সম্পূর্ণ। এবার ক্রুজের যাত্রীদের হোটেল থেকে জেটি পর্যন্ত আসার জন্য এই ডবল ডেকার বাসের ভাবনা। প্রাইভেট ও সরকারি যৌথ উদ্যোগে শুরু হতে চলে ক্রুজ পরিষেবা পর্যটকমহলে যথেষ্ট সমাদ্রিত হবে বলে আশা করছে প্রশাসন।