স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): স্তন্যপানের সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল এক মাস বয়সী শিশুকন্যার। শুক্রবার ভোরে বেলপাহাড়ি থানার ধরমপুর গ্রামের ঘটনা। ৩৫দিন বয়সী শিশুটির নাম নবনীতা মাহাতো।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে ধরমপুর গ্রামের বাসিন্দা দিলীপ মাহাতোর স্ত্রী শ্রাবণী যমজ সন্তান প্রসব করেন। একটি ছেলে ও একটি মেয়ে। শিশুপুত্রের নাম দেওয়া হয় নবদ্বীপ, শিশুকন্যার নাম রাখা হয় নবনীতা। এদিন ভোরে কেঁদে ওঠায় নবনীতাকে স্তন্যপান করান শ্রাবণী। দুধ খাওয়ার সময় আচমকা হেঁচকি তুলতে শুরু করে শিশুকন্যাটি। এরপর নড়াচড়া বন্ধ করে দেয়। তড়িঘড়ি নবনীতাকে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আরও পড়ুনঃ স্কুলের পাম্প চুরির অভিযোগ, ধৃতকে হেফাজতে নিয়ে পুলিশি জেরা
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের অনুমান, স্তন্যপানের সময় শ্বাসনালীতে রুদ্ধ হওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।