Midnapore: বেপরোয়া ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা মেদিনীপুরে, আক্রান্ত পুলিশ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Midnapore: 11 সেপ্টেম্বর, বুধবার, গভীর রাতে সড়ক দুর্ঘটনা ঘটে মেদিনীপুরের(Midnapore) খড়গপুরে। একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনার ক্রম শুরু হয় যখন 32 বছর বয়সী স্থানীয় যুবক, অর্জুন নায়েক, 9:30 টার দিকে একটি ট্রাকের ধাক্কায় নিহত হন।

এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। ট্রাক চালকের উপর হামলা করেন তাঁরা। পরিস্থিতি আরও গুরুতর হয়। এলাকা জুড়ে অস্থিরতা ঠেকাতে গিয়ে হিমশিম খেয়েছে পুলিশ(Police)। অবশেষে পশ্চিম মেদিনীপুর(Midnapore) জেলা পুলিশ রাত 11:00 নাগাদ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষিপ্ত জনতার মারে আহত হন চালক। তাঁকে উদ্ধার করে মেদিনীপুর(Midnapore ) মেডিকেল কলেজে স্থানান্তরিত করার আগে প্রথমে খড়গপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালকের অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। কলকাতায় যাওয়ার পথেই চালক মারা যান।

এদিন ক্ষুব্ধ জনতার হাত থেকে চালককে বাঁচাতে, ইন্সপেক্টর রাজীব পালের নেতৃত্বে খড়গপুর টাউন পুলিশ ট্রাক চালককে ক্রমবর্ধমান সহিংসতা থেকে রক্ষা করার চেষ্টা করেছিল। বিশৃঙ্খলার মধ্যে, আইসি রাজীব পাল নিজেই জনতার হাত থেকে ট্রাক চালককে বাঁচাতে গিয়ে আহত হন। শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীকে লাঠিচার্জ করতে হয়েছে। এ অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়।

এরপর, বৃহস্পতিবার সকাল নাগাদ, খড়গপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। যদিও রাতের ঘটনার এখন ভয় ধরাচ্ছে।

আরও পড়ুনঃ শূন্য ছিলিস, শূন্য থাকবি! বামেদের কটাক্ষ করে বিতর্কে জানালেন পাটুলি থানার ওসি

যাইহোক, এই ঘটনাটি শুধু ট্রাক চালকের মৃত্যুই নয়, খড়্গপুরে অশান্তিও সৃষ্টি করেছে। স্থানীয় জনগণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং সহিংসতা, পরিস্থিতির অস্থির প্রকৃতিকে হাইলাইট করে। ভিড় সামলাতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যও পুলিশ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। বেপরোয়া ড্রাইভিং-এর গুরুতর পরিণতি যে কতটা সাংঘাতিক হতে পারে, তা এদিনের ঘটনাই বলে দিয়ে গেল।