চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Cyclone Dana: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। যা সাইক্লোনের (Cyclone Storm) আকার নিয়ে আছাড়ে পড়ার সম্ভাবনা বাংলা ও ওড়িশা উপকূলে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরও (Midnapore)। সাইক্লোনের (Cyclone Dana) আশঙ্কায় ইতিমধ্যেই দিঘা-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা, সাগর, পাথরপ্রতিমা, বকখালি এলাকাগুলিতেও।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘দানা’। এর প্রভাবে বুধবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার অতি ভারি থেকে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলায়। এই দিন (২৪ অক্টোবর, বৃহস্পতিবার) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়কালে বাংলা ও ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা।
২৩ অক্টোবর, বুধবার সন্ধ্যায় ঝড়ের বেগ ৪০-৫০ কিমি প্রতি ঘন্টা থেকে ৬০ কিমি প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাবে। বৃহস্পতিবার ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে তা সর্বোচ্চ ১০০-১২০ কিমি প্রতি ঘন্টা থেকে ১২০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছে যেতে পারে। ২৫ অক্টোবর, শুক্রবারও ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সব মিলিয়ে সম্পূর্ণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে চলবে দুর্যোগ।