চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
Cyclone Dana Midnapore: ঘূর্ণিঝড় দানা ক্রমশ এগিয়ে আসছে। চূড়ান্ত সতর্কতা পশ্চিম মেদিনীপুর (Paschim Midnapore) জেলা প্রশাসনে। ঝড়ের (Cyclone Dana) আগাম সতর্কতা হিসাবে ইতিমধ্যেই প্রায় ২৫ হাজার মানুষকে সরানো হয়েছে বিভিন্ন ত্রাণশিবিরে। মজুত করা হচ্ছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী। জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য দপ্তর এবং মেদিনীপুর পৌরসভার (Midnapore Municipality) তরফে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম (Cyclone Dana Control Room)। পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশা সংলগ্ন দাঁতন ও মোহনপুর এলাকা পরিদর্শন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী এবং জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।
দানার মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে দাঁতন বিডিও অফিসে বৈঠক করেন জেলাশাসক ও পুলিশ সুপার। পরে সাংবাদিক বৈঠকও করেন তাঁরা। খড়গপুরের মহকুমাশাসক এবং দাঁতন ১, দাঁতন ২, মোহনপুর, কেশিয়াড়ি এবং নারায়ণগড়ের বিডিও-দের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। মঙ্গলবার থেকে তীরবর্তী এলাকা, দুর্বল ও মাটির বাড়ি বাড়িগুলি থেকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ হাজার মানুষজনকে। তাঁদের রাখা হয়েছে প্রায় ১০০টিরও বেশি ত্রাণশিবিরে। ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত পানীয় জল, খাবার, ওষুধ, অ্যান্টিভেনাম প্রভৃতি মজুত করা হচ্ছে বলেও জানিয়েছেন জেলাশাসক।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আবহাওয়া দফতরের অভিমত অনুযায়ী, বুধবার রাত ও বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে তা স্থলভাগে আছড়ে পড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। প্রাথমিক ভাবে বুধবার সন্ধ্যায় ঝড়ের বেগ ৪০-৫০ কিমি প্রতি ঘন্টা থেকে ৬০ কিমি প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাবে। রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তা সর্বোচ্চ ১০০-১২০ কিমি প্রতি ঘন্টা থেকে ১২০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছে যেতে পারে।