Contai: আয়ুর্বেদ কলেজের নির্মীয়মান ভবন থেকে নীচে পড়লেন প্রথম বর্ষের ছাত্রী, বাড়ছে রহস্য

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Contai: পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) কাঁথিতে (Contai) কলেজের নির্মীয়মান ভবনের তিনতলা থেকে নীচে পড়লেন প্রথম বর্ষের ছাত্রী। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটেছে কাঁথির (Contai) রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতালে (Raghunath Ayurvedic Medical College)। নিরাপত্তাপক্ষী থাকা সত্ত্বেও ঐ ছাত্রী কীভাবে নির্মীয়মান ভবনের ছাদে উঠলেন ও পড়ে গেলেন তা অজানা। ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস্য।

জানা গিয়েছে, রবিবার রাতে হোস্টেলে নীচে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে অন্যান্য ছাত্রীরা ছুটে আসেন। সমন্বিতা দত্ত নামে ঐ প্রথম বর্ষের ছাত্রীকে নীচে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কাঁথি দারুয়া মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে কসবার বাসিন্দা ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে আহত অবস্থায় ঐ ছাত্রীকে কলকাতা বেলেঘাটা’র একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। ছাত্রী হোস্টেলের উপরের তলার নির্মানকার্য চলছিল। কিন্তু উপরের তলায় তালা থাকা সত্ত্বেও কিভাবে ঐ ছাত্রী উঠলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

ঐ হোস্টেলে নিরাপত্তা রক্ষী রয়েছেন। তা সত্ত্বেও এমন ঘটনায় উঠছে প্রশ্ন। ছাত্রীদের একাংশের বক্তব্য, ঐ ছাত্রী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ছিলেন। ঘটনার দিন অনেক রাত পর্যন্ত নাকি তাঁকে ফোনে কথা বলতেও দেখা গিয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে। কলেজের কয়েকজন ছাত্রী বক্তব্য, কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। বারবার জানানোর পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি ছাত্রীরা।